পার্পল লাইনে বাড়ছে ট্রেন। কোন লাইনটি পার্পল লাইন? জোকা ও মাঝেরহাটের মধ্যের লাইনটি।
2/7
সোম থেকে ৭২

আগামীকাল, সোমবার থেকে পার্পল লাইনে ৭২টি সার্ভিস (আপ ৩৬ ও ডাউন ৩৬) মিলবে। প্রথম ট্রেনটি চলবে সকাল ৭টা ৫৭ মিনিটে, শেষ ট্রেনটি ছুটবে রাত ৮টা ১৫ মিনিটে।
3/7
নিত্যযাত্রীর চাপে

নিত্যদিনই যাত্রীদের চাপ বাড়ছে। এই চাপকে মোকাবিলা করার জন্যই মেট্রো রেল কর্তৃপক্ষ পার্পল লাইনে সার্ভিসের সংখ্যা বাড়াল।
4/7
জোকা টু মাঝেরহাট

আগামীকাল, সোমবার, ১৪ জুলাই থেকেই জোকা ও মাঝেরহাট স্টেশনের মধ্যে বাড়তে চলেছে ট্রেনের সংখ্যা।
5/7
২১ মিনিট অন্তর

এই লাইনে এতদিন ২৪ মিনিট অন্তর ট্রেন চলত। সোমবার থেকে এর পরিবর্তে ২১ মিনিট অন্তর ট্রেন চলবে। এতদিন ৬২টি ট্রেন চলত, এবার থেকে চলবে ৭২টি।
6/7
শনি-রবিতে না

আগে এই লাইনে সকাল ৭টা ৫৭ থেকে রাত ৮টা ১৭ মিনিট পর্যন্ত পরিষেবা মিলত। সেটা বাড়ছে, বেড়ে দাঁড়াচ্ছে রাত ৮টা ৩২ মিনিট। যেমন আগেও ছিল, তেমনই শনি ও রবিতে এই লাইনে কোনও সার্ভিস মিলবে না।
7/7
লাস্ট সার্ভিস
