*জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার (Jammu Kanshmir Pulwama Encounter)পুচালে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ জঙ্গি নিকেশ হয়েছে গত ২৪ ঘণ্টায়৷ পুলিশ ও সেনাবাহিনীর সাফল্যে খুশি কাশ্মীর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বিজয় কুমার৷ তিনি অভিনন্দন জানিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীকে৷ সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, ফায়ার ব্রিগেড এবং রাজ্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকে। বলা হয়েছিল যে এই লড়াইয়ে এখনও চলছে৷
*দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের জরোডায় ১ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশ ২ জঙ্গিকে নিকেশ করেছে৷ ২ জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গিয়েছে৷ কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে যে তল্লাশি অভিযান এখনও চলছে।
*সূত্রের খবর, সুরক্ষা বাহিনী গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পেয়েছিল যে পুচালে সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে৷ সেই খবর পাওয়ার ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল।
*এর আগে বুধবার, রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনীর গুলিতে এক পাকিস্তানি সন্ত্রাসবাদী গুলিবিদ্ধ হয়৷ পুলিশের গুলিতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয় তার।
*অন্যদিকে পুলওয়ামার পুচাল এলাকায় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ২ জঙ্গির৷ উত্তর কাশ্মীরে হিজবুল মুজাহিদ্দিনের এক বড় নেতাকে খতম করেছে পুশিল ও সেনা৷ কয়েক বছর ধরে হিজবুলের হয়ে কার্যকলাপ চালাচ্ছিল ওই জঙ্গি নেতা৷
*সরকারী সূত্র জানায়, এলওসি বরাবর অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীর থামাতে যে সংঘর্ষ হয়েছিল তাতে দুই সেনাও আহত হয়েছিল। সেনাবাহিনীর সতর্কতায় ইন্টিগ্রেটেড সার্ভিল্যান্স সিস্টেমের সাহায্যে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয় এবং এনকাউন্টারে একজন জঙ্গি নিহত হয়।
*ঘটনাস্থল থেকে একটি AK 47 রাইফেল, চারটি AK 47 টি ম্যাগাজিন এবং দুটি গ্রেনেডও উদ্ধার করা হয়েছে।পুঞ্চের মুখপাত্র বলেছেন যে এই পদক্ষেপ থেকে বোঝা যায় ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর সবসময় সতর্ক। সূত্রের খবর, এই এনকাউন্টারে দুই জওয়ানও আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। (Reporter-Peer Mudasir Ahmed)