মহাকুম্ভকে হাতিয়ার করে ফের বিরোধীদের নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে বিঁধে যোগী বললেন, ‘‘এখন এক মাত্র প্রয়াগরাজে পবিত্র ডুবই বাঁচাতে পারে বিরোধীদের!’’
এর আগেও একাধিক বার একই ধাঁচে বিরোধীদের আক্রমণ করেছেন যোগী আদিত্যনাথ। কখনও বলেছেন, ‘‘যান, ত্রিবেণীতে ডুব দিয়ে আসুন!’’ সঙ্গ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দিল্লিতে আসন্ন বিধানসভা ভোটের আগে অরবিন্দ কেজরীওয়ালের আপ-কে একই ভাবে বিঁধেছেন দু’জনে। চলতি মাসেই নিজের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রয়াগরাজের সঙ্গমে ডুব দেন যোগী। তার পরেই বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “কেজরীওয়াল কি দিল্লির যমুনায় স্নান করতে পারবেন? যমুনার যা দূষিত অবস্থা, মনে হয় পারবেন না!” এ বার সেই যোগীর নিশানাতেই অখিলেশ।
সংবাদমাধ্যম এনডিটিভি-র সাক্ষাৎকারে যোগী বলেন, ‘‘যে ভাবে বিরোধীরা রাজ্যে বার বার আশাহত হয়েছেন, তাতে প্রয়াগরাজে পবিত্র স্নানই এখন তাঁদের এক মাত্র পথ!’’ এর পরেই শুরু হয়েছে জল্পনা, তবে কি মিল্কিপুর আসনে উপনির্বাচনের আগে বিরোধীদের তথা সমাজবাদী পার্টিকে বার্তা দিতেই এই মন্তব্য যোগীর? উপনির্বাচন নিয়ে প্রশ্ন করা হলেও যোগীর গলায় শোনা গিয়েছে আত্মবিশ্বাসী সুর। তাঁর দাবি, উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি।
ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, চলতি বছরের মহাকুম্ভের যাবতীয় কৃতিত্ব প্রায় একাই নিতে চেয়েছেন যোগী। নিজেকে মহাকুম্ভের ‘মুখ’ করে তুলতেও কম খাটেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ২০২৯ সালে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে সামনের সারিতে থাকা সুনিশ্চিত করতে কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে কুম্ভের ধারেকাছেও ঘেঁষতে দেননি। তাই গত মাসখানেক ধরে সেই ‘মহাকুম্ভ’ প্রসঙ্গই হাতিয়ার হয়ে উঠেছে যোগী আদিত্যনাথের।