গাজ়া শহরে ঢুকে পড়েছে ইজ়রায়েলের স্থলবাহিনী! মৃত্যু শতাধিক, লাগাতার হামলা ইয়েমেনেও

এক দিকে গাজ়া, অন্য দিকে ইয়েমেন! একযোগে ইজ়রায়েলি সেনাবাহিনীর নিশানায় প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। ইজ়রায়েলের নতুন হামলায় এখনও পর্যন্ত ১০০ জনের বেশি মৃত্যু হয়েছে। অবিলম্বে গাজা এবং ইয়েমেন খালি করার নির্দেশও দিয়েছে ইজ়রায়েল। বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার এই হামলা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি।

মঙ্গলবার সকাল (ভারতীয় সময়) থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, গাজ়া ভূখণ্ডের আরও ভিতরে ঢুকে পড়েছে ইজ়রায়েলি বাহিনী। আকাশপথে নয়, স্থলপথে সেনা ঢুকছে গাজ়ায়। তাদের দাবি, হামাসকে পুরোপুরি নির্মূল করতেই এই অভিযান। এখনও পর্যন্ত ইজ়রায়েলি সেনা হামলায় গাজ়ায় ৮০ জনের মৃত্যু হয়েছে। তবে এদের মধ্যে ক’জন হামাসপন্থী, তা এখনও জানা যায়নি। মঙ্গলবার সকালে ইজ়রায়েল সরকারের আরবি ভাষার মুখপাত্র আভিচে আদ্রে সমাজমাধ্যমে জানান, গাজ়ায় অভিযান আরও প্রসারিত করছেন তাঁরা।

শুধু গাজ়া নয়, ইজ়রায়েলি সেনার নিশানায় হুথিও। মঙ্গলবার ইয়েমেনের হোদেদাও বন্দরে হামলা চালিয়েছে ইজ়রায়েলি সেনা। এই হামলার খবর নিশ্চিত করেছে হুথি-সমর্থিত সংবাদমাধ্যম। এখনও পর্যন্ত ইজ়রায়েলি হামলায় ইয়েমেনের কয়েক জনের মৃত্যু হয়েছে বলে খবর। মঙ্গলবার সন্ধ্যা (ভারতীয় সময়) পর্যন্ত ইয়েমেনে ১২টি ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। তবে হামলার আগে ইয়েমেন খালি করার নির্দেশ দিয়েছিল ইজ়রায়েল।

গাজ়ায় ইজ়রায়েলি হামলায় সাধারণ প্যালেস্টাইনিদের মৃত্যু হচ্ছে বলে বার বার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মহলেও এ নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে নেতানিয়াহুর প্রশাসনকে। নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক আইনের পরোয়া করছে না বলেও অভিযোগ উঠেছিল। তবে ইজ়রায়েল ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে গিয়েছে গাজ়া ভূখণ্ডে। সোমবার রাত থেকে ধারাবাহিক ভাবে গাজ়ায় ইজ়রায়েলি হামলার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ।

তবে ট্রাম্পের মুখে অন্য কথা। ইজ়রায়েলি হামলা নিয়ে সরাসরি কিছু না-বললেও হামাসকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। তাঁর কথায়, ‘‘হামাস যদি পণবন্দিদের মানবঢাল হিসাবে ব্যবহার করতে চায়, তবে তাদের বড় দাম চোকাতে হবে।’’ গাজ়া দখল নিয়ে আগেই ইজ়রায়েলের সুরে সুর মিলিয়েছিলেন ট্রাম্প। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাশে বসিয়ে তিনি দাবি করেন, ‘‘গাজ়া দখল হবেই!’’ গাজ়া থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.