ওভারলোড বালি, পাথর বোঝাই যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে পথে নামল কচিকাঁচারা। তাদের সঙ্গে পথ অবরধে সামিল হন অভিভাবক থেকে স্কুলের শিক্ষকরা। আধঘণ্টার বেশি সময় ধরে পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে তা উঠে যায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের সদরঘাট আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে।
মল্লারপুর থেকে হাজিপুর হয়ে মুর্শিদাবাদের কান্দি যাওয়ার ওই রাস্তার ধারেই রয়েছে স্কুল। ওই রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক ওভারলোড বালি, পাথর বোঝাই লরি যাতায়াত করে। অভিযোগ ওই লরি এবং ডাম্পারগুলি বেপরোয়াভাবে যাতায়াত করার ফলে প্রায় দুর্ঘটনা ঘটে। প্রশাসনকে লিখিতভাবে জানিয়েও যান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার ছাত্রছাত্রীদের নিয়ে পথ অবরোধ করতে বাধ্য হন অভিভাবক এবং শিক্ষকরা।
অভিভাবক ওহিদুল হক বলেন, “লরি, ডাম্পারগুলি যে গতিতে চলাচল করে তাতে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা বার বার পুলিশকে জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। তাই পথ অবরোধে নামতে বাধ্য হয়েছি”।
প্রধান শিক্ষক মহম্মদ জসিমুদ্দিন বলেন, “আমরা মাস ছয়েক আগে যান নিয়ন্ত্রণের দাবি জানিয়ে মল্লারপুর থানায় লিখিত ভাবে জানিয়েছিলাম। কিন্তু মল্লারপুর থানার কোনো হেলদোল দেখতে পাইনি। তাই অভিভাবকদের নিয়ে পথে নেমেছিলাম। এরপরেই পুলিশ স্কুলের সামনে দুজন সিভিক ভলান্টিয়ার এবং রাস্তায় ব্যারিকেড দেওয়ার সিদ্ধান্ত নেয়”।