রামনবমীর দিনেই বড় চমক। বড় ঘোষণা। সেই চমক আসবে রামেশ্বরম থেকে। রামনবমীর দিনে সেখানেই প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী। আর প্রার্থনার পরে করবেন এই কাজটি।
1/6
রামেশ্বরমে মোদী

আগামী ৬ এপ্রিল রামনবমী। ওইদিন তামিলনাড়ুর রামেশ্বরমে পূজা ও প্রার্থনা করবেন তিনি।
2/6

পাম্বান সেতু আর ওইদিনই প্রধানমন্ত্রী সেখানে পাম্বান সেতুর উদ্বোধন করবেন।
3/6
ভারতে প্রথম

পাম্বান সেতুটি এক বিরল গোত্রের সেতু হতে যাচ্ছে। এটি ভারতের প্রথম ভার্টিক্যাল লিফ্ট রেল ব্রিজ!
4/6
রামেশ্বরম-মণ্ডপম সংযোগ

সেতুটি পাম্বান দ্বীপের রামেশ্বরমের সঙ্গে জুড়ে দেবে মূল ভূখণ্ডের মণ্ডপমকে।
5/6
এপ্রিলেই

মোটামুটি এপ্রিল থেকেই প্রায় ৩ কিমি দীর্ঘ (২.১০ কিমি) পাম্বান ব্রিজটি চালু হয়ে যাবে। ব্রিজটি তামিলনাড়ুর রেলযোগাযোগকে অনেকটাই জোরদার করবে।
6/6
ব্রিটিশ আমলের
