মায়ের প্রয়াণে কলকাতা সফল বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পূর্ব নির্ধারিত সূচি মেনে ভার্চুয়ালি যাবতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। উদ্বোধন করবেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রো-সহ একাধিক প্রকল্পের। নিউ জলপাইগুড়ি স্টেশনের সংস্কারের কাজের শিলান্যাসও করবেন।
শুক্রবার কলকাতা সফরে ৭৮,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের কথা ছিল মোদীর। কিন্তু সেই সফরে আসার কয়েক ঘণ্টা আগেই আসে দুঃসংবাদ। মা হীরাবেনকে হারান মোদী। তারপরই আমদাবাদে চলে যান। সেখানে মা’কে শেষ বিদায় জানাচ্ছেন। ইতিমধ্যে গান্ধীনগরের শ্মশানে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।
সেই পরিস্থিতিতে কলকাতা সফর বাতিল করেছেন মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে বলা হয়েছে, ‘আজ পশ্চিমবঙ্গে যে অনুষ্ঠান আছে, তাতে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের (হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রো) উদ্বোধন করবেন। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন।’
মোদীর সফরের জন্য দিনকয়েক ধরেই হাওড়া স্টেশন চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। বুধবার মধ্যরাত (ইংরেজি মতে বৃহস্পতিবার) থেকেই বন্ধ করে দেওয়া হয় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের তিনটি প্ল্যাটফর্ম। নয়া কমপ্লেক্সের ঢোকার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। পুরো নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। মোদী যে রাস্তা ধরে আসার কথা ছিল, সেই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
মোদী না এলেও অন্যান্য ভিভিআইপিদের জন্য হাওড়া স্টেশন চত্বর সেই কঠোর নিরাপত্তা বলয় থাকছে। হাওড়া স্টেশন সংলগ্ন বাস ট্যার্মিনাল, লঞ্চঘাট-সহ পার্কিংয়ে কড়া নিরাপত্তা আছে। নিউ কমপ্লেক্সর ঢোকার মুখে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। স্টেশনর ভিতরে প্রবেশদ্বারে সব গাড়িগুলিতে চলছে নাকা চেকিং।
তারইমধ্যে প্রধানমন্ত্রীর পরিবারের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই বলেছে, ‘এই কঠিন সময় পাশে থাকার জন্য আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তাঁর আত্মাকে নিজেদের মনের কোঠায় রাখার জন্য এবং নিজেদের সূচি মতো কাজ করার জন্যআমরা প্রত্যেককে আন্তরিকভাবে আর্জি জানাচ্ছি। সেটাই হীরাবেনের প্রতি উপযুক্ত শ্রদ্ধার্ঘ্য হবে।’