PM Kisan Samman Nidhi Yojna: ১ এপ্রিল থেকে বাড়বে প্রধানমন্ত্রী কিষান যোজনার টাকা! ৬০০০ এর পরিবর্তে কত হবে আপনার আয়?

এক ফেব্রুয়ারি, ২০২৩ পেশ হতে চলা আসন্ন বাজেট থেকে কর্মরত এবং কৃষক উভয়েরই উচ্চ আশা রয়েছে। এবার আয়কর ছাড়ের ক্ষেত্রে চাকরিজীবীরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। এ ছাড়া কৃষকদের জন্যও আসছে সুখবর। এবার সবার চোখ থাকবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণার দিকে। ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে সরকার অনেক প্রতিশ্রুতি দিতে পারে বলে মনে করা হচ্ছে।

কৃষকদের বড় উপহার দিতে পারে সরকার

সূত্রের দাবি, এই বাজেটে কৃষকদের বড় উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ নিধির টাকার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন। সূত্র মারফত জানা গিয়েছে যে PM Kisan Samman Nidhi Yojana-এ প্রতি বছর প্রাপ্ত ছয় হাজার টাকার পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিতে পারে।

তিন বারের জায়গায় চারবার পাওয়া যাবে টাকা

কৃষকদের তিন কিস্তিতে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে তা তিনের পরিবর্তে চার গুণ দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। এতে প্রতি ত্রৈমাসিকে ২০০০ টাকা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে প্রতি চার মাসে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠানো হয়। কিন্তু পরিবর্তনের পর প্রতি ত্রৈমাসিকে ২০০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ, ৬০০০ টাকার পরিবর্তে কৃষকদের বার্ষিক ৮০০০ টাকা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.