1/5আজকে বাংলার দশ জেলায় বাড়ল পেট্রলের দাম। এদিন জ্বালানির দাম বেড়েছে বাঁকুড়া, বীরভূম, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর দিনাজপুর। এদিকে আজ জ্বালানির দাম কমেছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে।
2/5আলিপুরদুয়ারে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৮২ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৯ টকায়। বাঁকুড়ায় পেট্রলের দাম ১০৬.৪৮ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.১৯ টাকা। বীরভূমে পেট্রলের দাম ১০৬.৬৪ টাকা, ডিজেল ৯৩.৩৪ টাকা। কোচবিহারে পেট্রল বিকোচ্ছে ১০৬.৭৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৪৬ টাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রল বিকোচ্ছে ১০৬.৯২ এবং ১০৬.৩৬ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.৫৯ এবং ৯৩.০৭ টাকায়।
3/5দার্জিলিঙে পেট্রল ১০৫.৮৮ টাকা, ডিজেল ৯২.৬২ টাকা। হুগলিতে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৫৮ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.২৮ টকায়। জলপাইগুড়িতে পেট্রলের দাম ১০৬.৪৬ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.১৬ টাকা। মালদায় পেট্রলের দাম ১০৬.০৪ টাকা, ডিজেল ৯২.৭৭ টাকা। ঝাড়গ্রামে পেট্রল বিকোচ্ছে ১০৭ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৬৩ টাকায়।
4/5কলকাতাতে আজ পেট্রল, ডিজেলের দাম অপরিবর্তিত। শহরে পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়। কালিম্পঙে পেট্রলের দাম ১০৫.৯৮ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৭১ টাকা। হাওড়ায় পেট্রলের দাম ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা। মুর্শিদাবাদে পেট্রল বিকোচ্ছে ১০৮২৬৫ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৫০ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রল বিকোচ্ছে ১০৬.২৮ এবং ১০৬.২২ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩ এবং ৯২.৯৪ টাকা করে।
5/5আজ নদিয়ায় পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৭.২০ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৮৫ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রলের দাম যথাক্রমে ১০৫.৪৮ ও ১০৬.৩১ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.২২ এবং ৯২.৯৯ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.৪২ এবং ১০৫.৮৬ টাকা, ডিজেল ৯৩.১৩ এবং ৯২.৬১ টাকা। পুরুলিয়ায় পেট্রল বিকোচ্ছে ১০৬.৭২ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৪১ টাকায়।