PAN card Fact Check: প্যান কার্ড নিয়ে বিশাল স্ক্যাম! সবার কাছে যাচ্ছে মেইল! PIB স্পষ্ট জানাল, কোনটা সত্যি-কোনটা মিথ্যে…

প্যান কার্ড (PAN Card) নিয়ে বড়সড় স্ক্যাম। অনেকের কাছেই যাচ্ছে, প্যান ২.০ (PAN 2.0) থেকে ইমেইল। যার সবটাই ভুয়ো বলে সতর্ক করেছে সরকার (PAN card scam alert)। সরকারের স্পষ্ট নির্দেশ, ভুলেও ওই মেইল খুলবেন না। বা ওই মেইলের রিপ্লাই করবেন না। ওই মেইলে বলা কোনও নির্দেশও মানবেন না। ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে সরকার।

প্রতারণামূলক ভুয়ো ইমেলে বলা হয়েছে যে, QR কোড সাপোর্ট করে এরকম প্যান কার্ডের একটি নতুন সংস্করণ চালু করা হয়েছে। একটি লিংকের মাধ্যমে তাঁদের “ই-প্যান” ডাউনলোড করার জন্যও বলা হয়েছে মেইল প্রাপকদের। ইমেলগুলি এসেছে “[email protected]“-এর থেকে। PIB ফ্যাক্ট চেক করে এই ইমেলগুলিকে “ভুয়ো” বলে জানিয়েছে।

পিআইবি স্পষ্ট জানিয়েছে, “আর্থিক ও সংবেদনশীল তথ্য শেয়ারের জন্য অনুরোধ করা কোনও ইমেল, কল এবং এসএমএসের উত্তর দেবেন না। এই ধরনের কোনও ফিশিং ইমেল-এর উত্তর দেবেন না।” আয়কর বিভাগও স্পষ্ট জানিয়েছে যে তারা ব্যক্তিগত আর্থিক তথ্যের প্রমাণপত্র যেমন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য জানতে চেয়ে মেইল পাঠায় না।

আয়কর আরও জানিয়েছে, কোনও ইমেল লিংকের মাধ্যমে প্যান কার্ড বা ই-প্যান তারা সরবরাহও করে না। সমস্ত অফিসিয়াল ই-প্যান পরিষেবা শুধুমাত্র যাচাইকৃত সরকারি পোর্টালের মাধ্যমেই দেওয়া হয়। তৃতীয় পক্ষের কোনও লিংক বা ইমেলের মাধ্যমে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.