এক দিনের ক্রিকেটে আরও বিপদে পাকিস্তান, আইসিসি র‌্যাঙ্কিংয়ে নেমে গেলেন শাহিনেরা, ভারত কোথায়?

এক দিনের ক্রিকেটে দুর্দশা কাটছেই না পাকিস্তানের। রবিবার ওয়েস্ট ইন্ডিজ়‌ের কাছে দ্বিতীয় এক দিনের ম্যাচে হেরেছে তারা। তার কয়েক ঘণ্টার মধ্যে আইসিসি-র র‌্যাঙ্কিংয়েও পতন হল শাহিন আফ্রিদিদের। পাকিস্তান নেমে গিয়েছে পাঁচে। শ্রীলঙ্কা উঠে এসেছে চারে।

পাকিস্তানের ৩৪ ম্যাচে ৩৪৬৫ পয়েন্ট হয়েছে। রেটিং ১০২। শ্রীলঙ্কা ৪০০৯ পয়েন্ট এবং ১০৩ রেটিং নিয়ে চারে উঠে এসেছে। সাম্প্রতিক কালে এক দিনের ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে না পারাই পাকিস্তানের পতনের কারণ।

ভারত রয়েছে শীর্ষে। ৩৬ ম্যাচে ৪৪৭১ পয়েন্ট তাদের। রেটিং ১২৪। অনেকটা নীচে, দুই এবং তিন নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুই দেশেরই রেটিং ১০৯। তবে পয়েন্টে এগিয়ে থাকার কারণ নিউ জ়িল্যান্ড (৪১৬০) রয়েছে দুইয়ে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৪৭৩।

ছ’নম্বর স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং ৯৬। সাত থেকে দশে রয়েছে যথাক্রমে আফগানিস্তান (৯১), ইংল্যান্ড (৮৮), ওয়েস্ট ইন্ডিজ় (৭৮) এবং বাংলাদেশ (৭৭)। এই দেশগুলির মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলেছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ জিততে পারলে দুইয়ে উঠে আসতে পারে অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজ় দশে ছিল। কিন্তু পাকিস্তানকে দ্বিতীয় এক দিনের ম্যাচে হারানোর সুবাদে তারা নয়ে উঠে এসেছে। তৃতীয় ম্যাচে হারিয়ে সিরিজ় জিততে পারলে র‌্যাঙ্কিংয়ে আরও উন্নতি হবে তাদের। এ দিকে, আপাতত পাকিস্তানের সামনে কোনও এক দিনের ম্যাচ নেই। এখন দেখার, বিশ্বকাপের আগে তাদের র‌্যাঙ্কিংয়ের কতটা উন্নতি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.