পহেলগাঁওয়ে জঙ্গি হানা এবং পরবর্তী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আগামী সপ্তাহেই সংসদের দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভায় আলোচনা হতে পারে। একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, লোকসভায় আলোচনা হতে পারে আগামী ২৮ জুলাই। গত সোমবার লোকসভার ‘বিজ়নেস অ্যাডভাইসরি কমিটি’-এর বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। রাজ্যসভায় আলোচনা হবে পরের দিন, অর্থাৎ ২৯ জুলাই, যদি সব কিছু ঠিক থাকে এবং অধিবেশন ভন্ডুল না হয়ে যায়। বুধবার রাজ্যসভার ‘বিজ়নেস অ্যাডভাইসরি কমিটি’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পহেলগাঁও এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার জন্য দুই কক্ষেই ১৬ ঘণ্টা করে বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।
বিরোধীদের দাবি, ‘সিঁদুর’ নিয়ে আলোচনার সময় যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে উপস্থিত থাকেন। কিন্তু তা আদৌ ঘটবে কি না, এখনও স্পষ্ট নয়। সূত্রের দাবি, আলোচনায় প্রধানমন্ত্রীর উপস্থিত থাকারই কথা। বুধবার তিনি চার দিনের বিদেশ সফরে বেরিয়েছেন। তিনি ফিরে আসার পরে যাতে আলোচনায় যোগ দিতে পারেন, তা মাথায় রেখেই সূচি তৈরি করা হয়েছে।
বুধবার রাজ্যসভার ‘বিজ়নেস অ্যাডভাইসরি কমিটি’র বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি। তিনি বলেন, ‘‘আমাদের দাবি ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে আলোচনার সময় হাজির থাকেন। সরকারপক্ষ আমাদের জানিয়েছে, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।’’
যদিও প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সে ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন এক বিজেপি নেতা। তবে তিনি বলেন, ‘‘সংসদে পহেলগাঁওয়ের ঘটনা এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা হলে গোটা দেশের নজর থাকবে তার উপর। আন্তর্জাতিক স্তরের বিভিন্ন মহলও সেই আলোচনার উপর নজর রাখবে। এই সুযোগকে কাজে লাগাতে পারেন প্রধানমন্ত্রী।’’