ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনে মাঝে ৩৭৮২৪ ডাউন (হাওড়াগামী) বর্ধমান (মেন) লোকাল চলার সময় বিদ্যুতের তার ছেঁড়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে স্টেশনে স্টেশনে বাড়ছে ভিড়। পর পর ট্রেন না থাকায় হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস টাইমে বাড়ছে ভিড়।
পূর্ব রেল সূত্রের খবর, ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে। হুগলি এবং ব্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে ডাউন (হাওড়াগামী) ব্যান্ডেল লোকাল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী বেশ কিছু ট্রেন। ফলে সকালের ব্যস্ত সময়ে ভিড় বাড়তে শুরু করেছে স্টেশনে স্টেশনে।
যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের দিকে পাঁয়ে হেঁটে রওনা হয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছে রেলের ‘ইনস্পেকশন কার’। তবে স্টেশনে স্টেশনে মাইকে ঘোষণা করা হচ্ছে, ফের ট্রেন চলাচল শুরু হতে অনেক সময় লাগবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ডাউন বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তার ছিঁড়েছে।