জঙ্গিঘাঁটি ধ্বংসই ছিল লক্ষ্য, সাফল্য গোটা বিশ্ব দেখবে: সেনা
এয়ার মার্শাল ভারতী জানান, এই অভিযানে জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করা বাহিনীর লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যে সাফল্য এসেছে। তিনি জানান, এর ফল গোটা বিশ্ব দেখতে পাবে।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৯:৪২
সংঘাতের আবহে বাহিনীর ৫ জওয়ানের মৃত্যু
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ভারতের সশস্ত্র বাহিনীর পাঁচ জনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে জানান ডিজিএমও ঘাই।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৯:৪০
সংঘর্ষবিরতি নিয়ে পাকিস্তানিকে ফের বার্তা
ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল ঘাই জানান, শনিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে পাকিস্তানের ডিজিএমও-র সঙ্গে তাঁর কথা হয়। ওই আলোচনায় উভয় পক্ষই শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতিতে সম্মত হয়। ঘাই জানান, পাকিস্তানের ডিজিএমও-ই এই প্রস্তাব দিয়েছিলেন। আগামী ১২ মে দুপুর ১২টায় এই নিয়ে আরও আলোচনার সিদ্ধান্ত হয়। কিন্তু হতাশাজনক এবং প্রত্যাশিত ভাবেই পাকিস্তানি বাহিনী কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে। গত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ড্রোন হানার চেষ্টা হয়েছে। তার জবাবও দেওয়া হয়েছে। ঘাই জানান, রবিবার পাকিস্তানি ডিজিএমও-কে হটলাইনে বার্তা পাঠানো হয়েছে। ১০ মে’র সমঝোতা লঙ্ঘন করার বিষয়টি জানানো হয়েছে। রবিবার রাতে বা তার পরে এই ঘটনার পুনরাবৃত্তি হলে সেনা কমান্ডারদের তা প্রতিহত করতে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান ঘাই।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৯:২৮
‘পাকিস্তানের তরফে হামলার পরেই জবাব দেওয়া হয়েছে’
ভারতের সামরিক বাহিনীর তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়, পাকিস্তানি সেনা বা সীমান্তের ও পারের বাসিন্দাদের সঙ্গে ভারতের কোনও লড়াই নেই। ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। যে জঙ্গিদের নিধনের পরিকল্পনা করা হয়েছিল, তাদের হত্যা করা হয়েছে। কিন্তু এর পরেও পাকিস্তানের তরফে হামলা করা হয়েছে। সেই কারণেই ভারতকে জবাব দিতে হয়েছে।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৯:১৯
‘আগ্রাসী মনোভাব বরদাস্ত নয়’, বার্তা পাকিস্তানকে
সাংবাদিক বৈঠকে এয়ার মার্শাল ভারতী জানান, জবাবি হামলায় পাকিস্তানের বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বাহিনী। এর মধ্যে রয়েছে চাকলালা, রফিকি-সহ বেশ কিছু অঞ্চল রয়েছে। পাকিস্তানকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আগ্রাসী মনোভাবকে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এয়ার মার্শাল জানান, এই ঘাঁটিগুলিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ছিল ভারতের। কিন্তু ভারত নিয়ন্ত্রিত এবং পরিমিত জবাব দিয়েছে।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৯:১৪
৩৫-৪০ পাকিস্তানি জওয়ানের মৃত্যু
৭-১০ মে’র মধ্যে ভারতীয় সেনার জবাবি হামলায় পাকিস্তানি সেনা বাহিনীর প্রায় ৩৫-৪০ জওয়ানের মৃত্যু হয়েছে। সাংবাদিক বৈঠকে জানান ডিজিএমও ঘাই।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৯:০৫
৯-১০ মে ড্রোন এবং বিমান নিয়ে হামলা করেছিল পাকিস্তান
ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল ঘাই জানান, ৯-১০ মে’র রাতে ভারতীয় আকাশসীমার অভ্যন্তরে ড্রোন এবং বিমান প্রবেশ করিয়েছিল পাকিস্তান। তারা বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা করে কিন্তু সেগুলির মধ্যে বেশির ভাগই প্রতিহত করা হয়েছে। কিছু আছড়ে পড়লেও সেগুলিতে বড় ক্ষতি এড়ানো গিয়েছে।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:৫৮
জঙ্গিঘাঁটি ধ্বংস পরবর্তী দৃশ্য
বায়ুসেনার এয়ার মার্শাল একে ভারতী সাংবাদিক বৈঠকে বহাওয়ালপুরে জঙ্গিঘাঁটি ধ্বংসের দৃশ্য তুলে ধরেন। এর পাশাপাশি মুরিদকের জঙ্গিঘাঁটিতে হামলা পরবর্তী দৃশ্যও প্রকাশ করা হয় সাংবাদিক বৈঠকে।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:৫৩
জনবহুল গ্রামে হামলার চেষ্টা করে পাকিস্তান
ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, পাকিস্তান নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে বেশ কিছু জনবহুল গ্রাম এবং গুরুদ্বারের মতো ধর্মীয় স্থানে আঘাত করার চেষ্টা করে।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:৪৬
১০০-র বেশি জঙ্গিনিধন
ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, ৯টি জঙ্গিঘাঁটিতে হামলায় ১০০-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছে ইউসূফ আজ়হার, আব্দুল মালিক রাউফ এবং মুদস্সর আহমেদ। নিহত জঙ্গিদের মধ্যে আইসি ৮১৪ অপহরণ এবং পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিও রয়েছে।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:৩৯
অপারেশন সিঁদুরের মূল লক্ষই ছিল সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করা
তিন বাহিনীর সাংবাদিক বৈঠকে জানানো হয়, ‘অপারেশন সিঁদুর’ পরিকল্পনার মূল সামরিক লক্ষ্যই ছিল সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত অপরাধী এবং পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়া এবং জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করা।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:২৭
সামরিক বাহিনীর ডিজিএমও-র সাংবাদিক বৈঠক
উদ্ভূত পরিস্থিতিতে সোমবারের বৈঠকে কী নিয়ে আলোচনা হবে ভারত এবং পাকিস্তানের মধ্যে তা নিয়ে কৌতূহল বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের মনে। যদিও সরকারি ভাবে ভারতের তরফে এখনও পর্যন্ত বৈঠকের সম্ভাব্য আলোচ্য বিষয় সম্পর্কে কোনও বক্তব্য প্রকাশ্যে আসেনি। এই অবস্থায় রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে বসছেন ভারতের সামরিক বাহিনীর ডিজিএমও স্তরের আধিকারিকেরা।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:১৯
‘অপারেশন সিঁদুর’ এখনও চলছে, জানিয়েছে বায়ুসেনা
রবিবার এক্স হ্যান্ডলে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘‘অপারেশন সিঁদুরে নিজের দায়িত্ব সফল ভাবে পালন করেছে ভারতীয় বায়ুসেনা। দেশের স্বার্থে নিখুঁত ভাবে, পেশাদারিত্বের সঙ্গে সেই কাজ করেছে তারা। সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই অভিযান করা হয়েছে।’’ তার পরেই বায়ুসেনা জানিয়েছে, এই অভিযান এখনও চলছে। সেই নিয়ে দেশবাসীকে সময়মতো জানানো হবে। পোস্টে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘‘এই অভিযান চলছে। সময়মতো সেই বিষয়ে তথ্য দেওয়া হবে। জল্পনা এবং ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছে আইএএফ।’’
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:১২
সোমবারের বৈঠকে কাশ্মীর-প্রসঙ্গ তুলতে পারে পাকিস্তান
সোমবার ভারত-পাক আলোচনাতেও কাশ্মীর সমস্যার প্রসঙ্গ তুলে ধরতে পারে পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন, মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা। সেখানে সিন্ধু জলচুক্তি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গের পাশাপাশি কাশ্মীর সমস্যা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বলে দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:১১
পাক বিদেশ মন্ত্রকের কাশ্মীর-মন্তব্য
ভারত-পাক ডিজিএমও স্তরের আলোচনার আগে ফের কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করেছে পাকিস্তান। সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে, পাক বিদেশ মন্ত্রক জানিয়েছে, “জম্মু ও কাশ্মীরের সমস্যার যে কোনও ন্যায্য এবং স্থায়ী নিষ্পত্তির ক্ষেত্রে অবশ্যই কাশ্মীরি জনতার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে নিশ্চিত করতে হবে।” ঘটনাচক্রে, সমাজমাধ্যমে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কাশ্মীর সমস্যা মেটাতে আগ্রহী। তাঁর মন্তব্যের পরেই এই পাক বিদেশ মন্ত্রকের এই বিবৃতি প্রকাশ্যে এসেছে।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:০৮
প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক
রবিবার সকালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:০৮
সোমবার ভারত-পাক বৈঠক
শনিবার রাতে কিছু সময়ের জন্য সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে। তার পর থেকে মোটের উপর শান্তই ছিল ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চল। আগামী সোমবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স’ (ডিজিএমও) স্তরের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তা নিয়ে কৌতূহল বৃদ্ধি পেয়েছে আমজনতার মনে।
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:০৪
সংঘর্ষবিরতি লঙ্ঘন রুখতে কড়া বার্তা
মার্কিন মধ্যস্থতায় গত শনিবার ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। গত মঙ্গলবার বেশি রাত থেকে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানও ভারতীয় ভূখণ্ডের দিকে ড্রোন হামলা এবং গোলাবর্ষণ শুরু করেছিল। যার বেশির ভাগই প্রতিহত করেছে ভারত। এই পরিস্থিতিতে শনিবার বিকেল ৫টা থেকে দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়। তবে এর পরেও শনিবার রাতে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। রাতেই সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, সংঘর্ষবিরতি লঙ্ঘন প্রতিহত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।