জম্মু-কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে তিন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী অপারেশন মহাদেব নামে এই অভিযানে পেহেলগাঁও হামলার মূলচক্রী হিসেবে সন্দেহভাজন ৩ জঙ্গিকে খতম করা হয়েছে। গভীর জঙ্গল থেকে সন্দেহজনক রেডিও যোগাযোগ ধরা পড়েছিল, তাকে লক্ষ্য করেই এই অভিযান চালাচ্ছিল চিনার কর্পস।
রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চিনার কোর জানা লিদওয়াসে জঙ্গিদের সঙ্গে গুলির সংঘর্ষ শুরু হয়। এক ঘণ্টার মধ্যে ড্রোনের ফুটেজে তিনটি মৃতদেহ দেখা যায়। যা নিশ্চিত করে তিনজন জঙ্গিকে খতম করা হয়েছে।
গত দু’দিন ধরে অভিযান চলছিল। দাচিগাঁও অরণ্য এলাকার গভীর জঙ্গল থেকে সন্দেহজনক রেডিও যোগাযোগ ধরা পড়েছিল। পাশাপাশি স্থানীয় কিছু চরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল, যা তদন্তকারী বাহিনীকে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করতে সাহায্য করে।