Oil Price Hike: শেষমেষ ভারতেও আকাশছোঁয়া তেল, একলাফে ডিজেলের দাম বাড়ল ২৫ টাকা!

1/5মুম্বইয়ের থোক বাজারে ডিজেলের দাম লিটার প্রতি ২৫ টাকা বেড়েছে। এর জেরে পাইকারি গ্রাহকরা এখন মুম্বইতে ডিজেল কিনছেন ১২২ টাকা দিয়ে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)

এদিকে পাইকারি বাজারে দাম বাড়লেও আপাতত পেট্রল পাম্পে খুচরো দাম অপরিবর্তিতই আছে। তবে শীঘ্রই তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (রয়টার্স) (REUTERS)
2/5এদিকে পাইকারি বাজারে দাম বাড়লেও আপাতত পেট্রল পাম্পে খুচরো দাম অপরিবর্তিতই আছে। তবে শীঘ্রই তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (রয়টার্স) (REUTERS)
রেকর্ড ১৩৬ দিনের জন্য জ্বালানির দাম বাড়েনি দেশে। কোম্পানিগুলি এই হারেই আরও জ্বালানি বিক্রি করতে থাকলে যে লোকসান হবে, তার পরিবর্তে পেট্রল পাম্পগুলি বন্ধ করে দেওয়া আরও বাস্তব বিকল্প বলে মত বিশেষজ্ঞদের৷ আর তাই আশঙ্কা শীঘ্রই দেশএ খুচরো তেলের দামও বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
3/5রেকর্ড ১৩৬ দিনের জন্য জ্বালানির দাম বাড়েনি দেশে। কোম্পানিগুলি এই হারেই আরও জ্বালানি বিক্রি করতে থাকলে যে লোকসান হবে, তার পরিবর্তে পেট্রল পাম্পগুলি বন্ধ করে দেওয়া আরও বাস্তব বিকল্প বলে মত বিশেষজ্ঞদের৷ আর তাই আশঙ্কা শীঘ্রই দেশএ খুচরো তেলের দামও বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
মুম্বইতে পাইকারি গ্রাহকদের জন্য ডিজেলের দাম বেড়ে হয়েছে ১২২.০৫ টাকা প্রতি লিটার। পেট্রল পাম্পে ডিজেল বিক্রি হচ্ছে ৯৪.১৪ টাকা প্রতি লিটারে। একইভাবে, দিল্লির পেট্রল পাম্পগুলিতে ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা এবং পাইকারি বা শিল্প গ্রাহকদের জন্য এটির দাম প্রতি লিটারে ১১৫ টাকা। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5মুম্বইতে পাইকারি গ্রাহকদের জন্য ডিজেলের দাম বেড়ে হয়েছে ১২২.০৫ টাকা প্রতি লিটার। পেট্রল পাম্পে ডিজেল বিক্রি হচ্ছে ৯৪.১৪ টাকা প্রতি লিটারে। একইভাবে, দিল্লির পেট্রল পাম্পগুলিতে ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা এবং পাইকারি বা শিল্প গ্রাহকদের জন্য এটির দাম প্রতি লিটারে ১১৫ টাকা। ফাইল ছবি : পিটিআই (PTI)
বাল্ক ভোক্তাদের এবং পেট্রোল পাম্পের দামের মধ্যে ২৫ টাকার বিশাল পার্থক্যের কারণে, বাল্ক গ্রাহকরা পেট্রল পাম্প থেকে জ্বালানি কিনছেন৷ তারা সরাসরি পেট্রোলিয়াম কোম্পানি থেকে ট্যাঙ্কার বুকিং করছে না। এতে পেট্রোলিয়াম কোম্পানিগুলোর লোকসান আরও বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5বাল্ক ভোক্তাদের এবং পেট্রোল পাম্পের দামের মধ্যে ২৫ টাকার বিশাল পার্থক্যের কারণে, বাল্ক গ্রাহকরা পেট্রল পাম্প থেকে জ্বালানি কিনছেন৷ তারা সরাসরি পেট্রোলিয়াম কোম্পানি থেকে ট্যাঙ্কার বুকিং করছে না। এতে পেট্রোলিয়াম কোম্পানিগুলোর লোকসান আরও বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.