‘রাজ্য পুলিশে আস্থা নেই’! ধুলিয়ান কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা নিহত পিতা-পুত্রের পরিবারের

মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মঙ্গলবার মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলা করেছে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার। তাদের আবেদন, রাজ্য পুলিশের তদন্তের উপর কোনও আস্থা নেই। খুনের ঘটনাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-কে দিয়ে তদন্ত করানো হোক। একই সঙ্গে নিহতদের পরিবারকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার আবেদনও জানানো হয়। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

মামলাকারী দুই নিহতের পরিবারের বক্তব্য, খুনের ঘটনায় পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়। শমসেরগঞ্জ থানার ভূমিকা খতিয়ে দেখুক আদালত। মৃত্যুর পরেও রাজ্য ক্ষতিপূরণ দেয়নি বলে ওই পরিবারগুলির দাবি। তাদের আবেদন, রাজ্যের এমন মনোভাবের কারণ কী, তা নিয়ে রিপোর্ট তলব করুক হাই কোর্ট। ক্ষতিপূরণের টাকা অভিযুক্ত পুলিশ অফিসারদের কাছ থেকে আদায় করা হোক।

স‌ংশোধিত ওয়াকফ আইন ঘিরে গত মাসে অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে। বিএসএফের সাহায্য নিয়ে রাজ্য পুলিশ শুরুর দিকে সেখানে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছিল। পরে হাই কোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। সোমবার দু’দিনের মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তির পরে প্রথম বার। মঙ্গলবার ধুলিয়ান, শমসেরগঞ্জ, সুতির মতো উপদ্রুত এলাকায় তাঁর যাওয়ার কথা। যদিও নিহতদের পরিবার এখন মুর্শিদাবাদে নেই। তারা আদালতের দ্বারস্থ হবেন বলে কলকাতায় এসেছে। সেই মামলার শুনানি হাই কোর্টে হতে পারে মঙ্গলবার। ঘটনাচক্রে, ওই দিনই উপদ্রুত এলাকায় যেতে পারেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.