পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার পক্ষে মত দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে ভারত। রবিবারের ম্যাচের আগে দলকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন গম্ভীর। জানিয়েছেন, ক্রিকেটারদের ফোকাস যেন শুধু ম্যাচের উপরেই থাকে। অতিরিক্ত আবেগ দেখাতে বারণ করেছেন ভারতের কোচ। সাংবাদিক বৈঠকে এসে এ কথা জানিয়েছেন দলের ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে।
দুশখাতে বলেছেন, “ম্যাচটা হবে কি না সেটা বুঝতে না পারাই সবচেয়ে হতাশাজনক ছিল। দুবাইয়ে এসে আমাদের খেলতে হবে, এটা জানার পর থেকেই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। এই ম্যাচের জন্য আলাদা করে কোনও প্রস্তুতি নিইনি। আমরা জানি মানুষের আবেগ রয়েছে এই ম্যাচ নিয়ে। গৌতি যে বার্তা দিয়েছে তা পেশাদারদের মতোই। শুধু ম্যাচে ফোকাস করতে বলেছে। যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভাবতে বারণ করেছে।”
দুশখাতের সংযোজন, “ক্রিকেট খেলতে নামলে আবেগহীন থাকার চেষ্টা করব আমরা। দলের ক্রিকেটারেরা যথেষ্ট পেশাদার। আমি জানি প্রত্যেকের আবেগ আলাদা হয়। তবে বার্তা দেওয়া হয়েছে শুধু ক্রিকেটেই মনোযোগ দেওয়ার।”
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার জন্য দীর্ঘ দিন ধরেই বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকে এই ম্যাচের বিরোধিতায় মুখ খুলেছেন। কেন্দ্রীয় সরকার কিছু দিন আগেই জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ় খেলা হবে না। তবে আইসিসি বা এসিসি-র মতো বহুপাক্ষিক প্রতিযোগিতায় ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।
একই কথা বলেছেন দুশখাতেও। তাঁর কথায়, “অনেকেই বলেছেন খেলাধুলো এবং রাজনীতিকে আলাদা রাখতে। আশা করি আমাদের খেলাই বলে দেবে দেশের প্রতি এই ক্রিকেটারেরা কতটা দায়বদ্ধ। আমরা বোর্ড এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মেনেই খেলতে নামব।”
এশিয়া কাপে যে পাকিস্তানের বিরুদ্ধে সত্যিই খেলবে ভারত, এটা ভাবতেই পারেননি নেদারল্যান্ডসের প্রাক্তন এই ক্রিকেটার। তিনি ভেবেছিলেন, এই ম্যাচ বাতিল হয়ে যাবে। দুশখাতের কথায়, “খুবই স্পর্শকাতর একটা বিষয়। গোটা দেশের বেশিরভাগ মানুষের মধ্যে যা চলছে, ক্রিকেটারদের ভাবনাও তার থেকে আলাদা নয়। দীর্ঘ দিন ধরেই এশিয়া কাপ নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। আমরা যে এখানে এসে খেলব, সেটা অনেকেই ভাবতে পারিনি।”
দুশখাতের সংযোজন, “ভারত সরকারের অবস্থান আপনারা সকলেই জানেন। দল এবং ক্রিকেটার, সকলকেই আবেগ দূরে সরিয়ে রাখতে হবে। আজই দলের বৈঠকে এটা নিয়ে আমাদের কথা হয়েছে। আমরা মানুষের আবেগের ব্যাপারে জানি। তা সত্ত্বেও বলব, মাঠে নেমে খেলতে আমাদেরই হবে। ওরা পেশাদারদের মতোই খেলবে।”