অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রান তোলে। শতরান করেন স্টিভ স্মিথ।
ভারতের প্রথম ইনিংসে রান পেয়েছেন যশস্বী (৮২) এবং বিরাট (৩৬)।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৮:১৯
অর্ধশতরান নীতীশের
অস্ট্রেলিয়া সফরেই অভিষেক হয় নীতীশ কুমার রেড্ডির। বেশ কিছু ভাল ইনিংস খেলেন লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে। দলকে ভরসা দেন। কিন্তু বার বার ৪০ রানের ঘরে পৌঁছে আটকে যাচ্ছিলেন। শনিবার টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশতরানটি করলেন তিনি। দলকে ভরসা দিচ্ছেন মেলবোর্নেও।
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৭:০৪
মধ্যাহ্নভোজে ভারত ২৪৪/৭
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৭৪ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে মধ্যাহ্নভোজে যাওয়ার আগে পর্যন্ত ভারত ২৪৪ রান তুলেছে। কিন্তু মাত্র ৩ উইকেট হাতে রয়েছে। ফলো-অন বাঁচাতে এখনও ৩১ রান দরকার। তার পরেও অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই পিছিয়ে থাকবে ভারত। ক্রিজ়ে নীতীশ (৪০) এবং ওয়াশিংটন (৫)।
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৪
আউট জাডেজা
এলবিডব্লিউ হলেন জাডেজা। তিনি ক্রিজ়ে থিতু হওয়ার চেষ্টা করছিলেন। ধীরে ধীরে ইনিংস গড়ার দিকে দিচ্ছিলেন জাডেজা। কিন্তু লায়নের বল উইকেটের সামনে তাঁর প্যাড পেয়ে গেল। রিভিউ নিয়েও লাভ হল না। ১৭ রান করে আউট জাডেজা।
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৬:০৫
২০০ রান পার
দ্বিতীয় দিনে যশস্বী এবং বিরাটের ব্যাটে কিছুটা আশার আলো দেখেছিল ভারত। কিন্তু তাঁরা আউট হতেই চাপ বেড়ে যায়। ২৮ রান করে পন্থ আউট হয়ে যাওয়ায় তৃতীয় দিনে আরও চিন্তায় রোহিতের দল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রান করেছে। ফলো-অন বাঁচাতে ভারতকে অন্তত ২৭৫ রান করতে হবে। সেই লক্ষ্য থেকে এখনও ৭২ রান দূরে ভারত। হাতে ৪ উইকেট। ক্রিজ়ে জাডেজা (১০) এবং নীতীশ কুমার রেড্ডি (১১)।
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৫২
আউট পন্থ
২৮ রান করে আউট পন্থ। বোলান্ডের বলে স্কুপ করতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। ফাইন লেগে মারতে চেয়েছিলেন পন্থ, কিন্তু বল গেল থার্ড ম্যানে। ক্যাচ নিলেন লায়ন। ষষ্ঠ উইকেট হারাল ভারত।
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৬
দ্বিতীয় দিনের শেষে
দ্বিতীয় দিনের শেষে ১৬৪ রানে ৫ উইকেট হারিয়েছে ভারত। খেলা শেষের কিছু ক্ষণ আগেও ভারতীয় দল যে জায়গায় ছিল, তাতে আশা দেখছিলেন সমর্থকেরা। কিন্তু পর পর উইকেট হারিয়ে আবার চাপে ভারত।