দীর্ঘ পনেরো বছর হয়নি রাস্তা। দুর্ভোগে ৪৬ নম্বর ওয়ার্ডের কাছারি পাড়ার বাসিন্দারা। অবশেষে পুরসভার উদ্যোগে দু কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা।
এ যেন প্রদীপের নীচেই অন্ধকার। যেখানে ঝাঁ চকচকে জাতীয় সড়ক, (national highway) সেখানেই, তার পাশেই, খানাখন্দে ভরা রাস্তা। অল্প বৃষ্টিতেই জমে যায় জল। আশপাশে আছে কলকারখানা। এসবের কারণে এলাকায় ঢোকে নানান গাড়ি। ভারী গাড়ি ঢুকে-ঢুকে রাস্তার হাল আরও খারাপ হয়ে এসেছে বলে মত স্থানীয়দের।
হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের কাছারি পাড়ার রাস্তার ছিল এরকমই দশা। গত পনেরো বছর ধরে তাই দুর্ভোগেই কাটিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে পুরসভার উদ্যোগে এখানে চার কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। খরচ হচ্ছে প্রায় দু-কোটি টাকা। কদিন আগে সেই কাজ পরিদর্শন করেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী-সহ অন্যান্য আধিকারিকেরা।
এলাকার বাসিন্দারা জানান, এতদিন ধরে খুবই সমস্যার মধ্য দিয়ে যাতায়াত করতে হত তাঁদের। নতুন রাস্তা তৈরি হওয়ায় খুশি তাঁরা। সদ্য তৈরি হওয়া রাস্তা মজবুত করতে তাঁরা নিজেরাই রাস্তায় জল দিচ্ছেন– দেখা গেল এই দৃশ্যও।
হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, জাতীয় সড়ক ও কোনা এক্সপ্রেসের মধ্যে সংযোগ রয়েছে এই রাস্তার। প্রথম পর্যায়ে দু কিলোমিটার রাস্তা হয়েছে। খুব শীঘ্রই বাকি রাস্তা হয়ে যাবে। এলাকার মানুষজন ছাড়াও এই রাস্তাটিকে বাইপাস রোড হিসেবে ব্যবহার করতে পারেন অন্যরাও। পুরসভার সংযুক্ত ওয়ার্ডগুলির রাস্তার সংস্কারে জোর দেওয়া হচ্ছে। বর্ষার আগেই সেই কাজ সম্পূর্ণ হবে বলে জানান তিনি।