আবার সিংহাসন ফিরে পেলেন নীরজ চোপড়া। ন’মাস পর আবার জ্যাভলিনের বিশ্ব ক্রমতালিকায় শীর্ষ স্থানে উঠলেন অলিম্পক্স সোনাজয়ী ভারতীয়।
টোকিও অলিম্পিক্সে সোনা পেয়েছিলেন নীরজ। গত বছর প্যারিস অলিম্পিক্সে আর সোনা জিততে পারেননি। পাকিস্তানের আর্শাদ নাদিম চ্যাম্পিয়ন হয়েছিলেন। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজকে। গত বছর একেবারেই ভাল ফল করতে পারেননি তিনি। ভুগিয়েছে চোটও। ছিটকে গিয়েছিলেন শীর্ষ স্থান থেকে। কিন্তু বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে আবার এক নম্বর জায়গাটা ফিরে পেয়েছেন নীরজ।
নীরজের মোট পয়েন্ট ১৪৪৫। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তাঁর পয়েন্ট ১৪৩১। তৃতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার। তাঁর পয়েন্ট ১৪০৭। অলিম্পিক্স চ্যাম্পিয়ন নাদিম ১৩৭০ পয়েন্ট নিয়ে রয়েছেন চার নম্বরে।
গত মাসে দু’টি ডায়মন্ড লিগে ভাল ফল করেছেন নীরজ। এর ফলেই তিনি শীর্ষ স্থানে চলে এসেছেন। প্রথমে দোহায় রুপো পেয়েছিলেন। তার পর প্যারিস ডায়মন্ড লিগে সোনা জিতেছেন। দোহায় রুপো জিতলেও সে বারই প্রথম নিজের কেরিয়ারে ৯০ মিটার ছোড়েন নীরজ।