হরিয়ানায় বৃহস্পতিবার বাবার হাতে খুন হয়েছেন এক টেনিস খেলোয়াড়। রান্না করার সময় রাধিকা যাদবের উদ্দেশে পাঁচটি গুলি চালান তাঁর বাবা দীপক। সেই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে সোনাজয়ী জানালেন, বাবা-মা-সহ পরিবারের উচিত মহিলা ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো এবং তাঁদের পূর্ণ সমর্থন করা।
‘এনডিটিভি’-তে সাক্ষাৎকার দিতে গিয়ে নীরজ বলেছেন, “কিছু ক্ষণ আগেই কয়েক জনের সঙ্গে এটা নিয়ে কথা হচ্ছিল। হরিয়ানার কিছু দুর্দান্ত মহিলা ক্রীড়াবিদের কথা আমরা ইতিমধ্যেই জানি। দেশের হয়ে দারুণ খেলছে ওরা। এ ধরনের পরিবারের প্রত্যেকের উচিত একে অপরের পাশে দাঁড়ানো। যে সব মহিলা ক্রীড়াবিদ ভাল খেলছে তাদের আদর্শ মেনে অনুসরণ করা উচিত বলে আমি মনে করি।”
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকর হরিয়ানার মেয়ে। শুটিংয়ে রয়েছেন রিদম সাঙ্গওয়ানও। এ ছাড়া কুস্তিতে বিনেশ ফোগাট, গীতা ফোগাট, ববিতা ফোগাট, কৃষ্ণা পুনিয়া, হকিতে রানি রামপাল, সবিতা পুনিয়া, রিতু রানি, ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া, গলফার দীক্ষা ডাগর, অ্যাথলেটিক্সে নির্মলা শেওরান, পূজা সিংহ, ফুটবলে সঞ্জু যাদবেরা হরিয়ানার প্রতিনিধিত্ব করেন।
উল্লেখ্য, গুরুগ্রাম পুলিশের পিআরও সন্দীপ কুমার জানিয়েছেন, খুনের খবর পেয়েই তাঁরা হাসপাতালে গিয়ে ২৫ বছরের রাধিকাকে দেখতে পান। পরে জানা যায়, রাধিকা একজন টেনিস খেলোয়াড়। তিনি বলেছেন, “ওর বাবাই ওকে খুন করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে অপরাধের কথা স্বীকার করেছে দীপক। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, রাধিকা একটা টেনিস অ্যাকাডেমি চালাত বলে ওর বাবার রাগ ছিল। আগেও বলেছিল অ্যাকাডেমি বন্ধ করে দিতে। সেটা নিয়েই খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেটি বাজেয়াপ্ত করেছি আমরা।”