অনলাইনে ক্যামেরা কিনতে গিয়ে এক কোটি ৯৭ লক্ষ টাকা হারিয়েছিল কলকাতার একটি সংস্থা। তাদের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। সেই সংস্থাকে প্রায় দেড় কোটি টাকারও বেশি ফিরিয়ে দিল কলকাতা পুলিশ। বাকি টাকাও উদ্ধার করে শীঘ্রই ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে তারা। টাকা পাওয়ার পরে ধন্যবাদ জানিয়ে কলকাতা পুলিশকে ইমেল করেছিলেন তারা। সেই ইমেল কলকাতা পুলিশের তরফে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গত ৩ মার্চ কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের সাইবার অপরাধ দমন শাখায় প্রতারিত সংস্থার তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ করে জানানো হয়েছিল, একটি ভুয়ো নম্বর থেকে হোয়াটসঅ্যাপ এসেছিল তাদের কাছে। সেই ফাঁদে পা দিয়ে ক্যামেরার কেনার জন্য এক কোটি ৯৭ লক্ষ টাকা দিয়েছিল তারা। কিন্তু টাকা দেওয়ার পরে আর ওই নম্বরে যোগাযোগ করা যায়নি। তার পরে বাধ্য হয়ে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হয় ওই সংস্থা।
৪ মার্চ হেয়ার স্ট্রিট থানাতেও অভিযোগ দায়ের করা হয় ওই সংস্থার তরফে। গত ১২ মার্চ, বুধবার এক কোটি ৫৭ লক্ষ ৩ হাজার ৪০৪ টাকা ফেরত এসেছে ওই সংস্থার অ্যাকাউন্টে। তার পরেই সংস্থার কর্তা ইমেল করে কলকাতা পুলিশকে ধন্যবাদ দিয়েছেন। কলকাতা পুলিশ সেই ইমেল সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছে, তারা সাইবার অপরাধ থেকে নাগরিকদের রক্ষা করার বিষয়ে বদ্ধপরিকর। কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, শীঘ্রই ওই সংস্থাকে বাকি ৪০ লক্ষ টাকা ফেরানোর ব্যবস্থা করা হবে।