মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের ঘটনায় ধৃত স্ত্রী মুস্কান রস্তোগী অন্তঃসত্ত্বা! সোমবার তাঁর মেডিক্যাল রিপোর্ট জেল কর্তৃপক্ষকে পাঠিয়েছে জেলা হাসপাতাল। উত্তরপ্রদেশের মেরঠের ওই হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক কাটারিয়া এই কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
২৯ বছরের সৌরভকে খুন করে ১৫ টুকরো করে নীল রঙের ড্রামে ভরা হয়েছিল। ড্রামের মুখ এঁটে দেওয়া হয়েছিল সিমেন্ট দিয়ে। গত ১৮ মার্চ মেরঠের মার্চেন্ট নেভি অফিসার খুনের বিষয়টি প্রকাশ্যে আসে। ১৯ মার্চ গ্রেফতার হন তাঁর স্ত্রী মুস্কান এবং সাহিল শুক্ল নামে এক যুবক। তদন্তে উঠে আসে সাহিলের সঙ্গে মুস্কানের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা। জানা যায়, বিদেশ থেকে ফেরা স্বামীকে পরিকল্পনা করে খুন করেন মুস্কান। সাহায্য নেন প্রেমিকের।
তার পর এই হত্যাকাণ্ডে নানা তথ্য উঠে আসে। পুলিশ সূত্রে জানা যায়, খুনের মামলায় ধৃত দু’জনই মাদকাসক্ত। জেলে ঢোকানোর পর থেকে প্রায়শই মাদকের জন্য ছটফট করতেন সাহিল। তবে চিকিৎসার পরে এখন অনেকটাই স্বাভাবিক হয়েছেন তিনি। অন্য দিকে, মুস্কানের শারীরিক পরীক্ষার সময় তিনি অন্তঃসত্ত্বা কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। পরীক্ষা হয়েছিল। তাতে জানা গিয়েছে, মুস্কান মা হতে চলেছেন।
আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন মুস্কান। গত সপ্তাহে মুস্কান ও সাহিলকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রেম করে সৌরভকে বিয়ে করেন মুস্কান। দম্পতির ৬ বছরের এক কন্যা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মেয়ে পিহুর জন্মদিন উপলক্ষে আচমকাই ছুটি নিয়ে লন্ডন থেকে ফিরেছিলেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ। গত ৪ মার্চ তাঁকে খুন করেন স্ত্রী এবং তাঁর প্রেমিক। তাঁদের গ্রেফতারির পরে ছোট্ট পিহু থাকে দাদু-দিদিমার কাছে।