ভারতীয় স্টক মার্কেট ফের জোর ধাক্কা খেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। শেয়ার দাম তো বটেই, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূলধনও কমল ৩৫,৩১৯.৪৯ কোটি, তাও ৬ ঘণ্টারও বেশি সময় ধরে! এমনকী, রিলায়েন্স এমক্যাপের দরও নেমে এসেছে ১৫.৮৯ কোটিতে। ফলে গত সপ্তাহের শুরুর ৩ দিনের পর, আবার পরপর ২ দিন লোকসানের মুখে পড়ল রিলায়েন্স।
গত বৃহস্পতিবার যখন স্টক মার্কেট বন্ধ হয়, তখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ছিল ১,১৭৪ টাকা। দাম কমেছিল ২৬.১০ টাকা বা ২.১৭ শতাংশ। এরপর আজ, সোমবার রিলায়েন্স গ্রুপের সমস্ত কোম্পানির শেয়ারের দামই উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে বাজারে মূলধনও কমেছে ৪০,০০০ কোটি টাকারও বেশি কমেছে। আরআইএল-সহ অন্যান্য সংস্থাগুলির মোট বাজার মূলধন ৪০,৫১১.৯১ কোটি টাকা কমে ১৭.৪৬ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। খারাপ বাজারের কারণে গ্রুপের সমস্ত শেয়ার লোকসানের সম্মুখীন হয়েছে।
এদিকে কেজি বেসিন এলাকার অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলন মামলায় বিপাকে কে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সিঙ্গল বেঞ্চের খারিজ করে দিয়েছে মুম্বইয়ে বিশেষ আদালতের ডিভিশন বেঞ্চ। ফলে আম্বানির কাছ থেকে এখন সুদ-সহ ক্ষতিপূরণ আদায় করতে পারবেন রাষ্ট্রায়ত্ত সংস্থা ONGC।