Muhammad Abbas | PAK Vs NZ: লাহোরে জন্মানো ক্রিকেটারের ঐতিহাসিক অভিষেক, ‘দেশে’র বিরুদ্ধেই করলেন সর্বকালীন রেকর্ড!

 ৫টি টি-টোয়েন্টিআই ও ৩টি ওডিআই  ম্যাচের সিরিজ খেলতে নিউ জ়িল্যান্ডে এসেছে পাকিস্তান (Pakistan tour of New Zealand 2025)। আয়োজক দেশ ৪-১ টি টোয়েন্টি সিরিজ জিতেছে। শনিবার, আজ থেকে শুরু হয়েছে ওডিআই সিরিজ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ৭৩ রানে জিতেই  নিউ জ়িল্যান্ডে ওডিআই সিরিজের শুভারম্ভ করেছে। আর এদিন আলোচনায় একটাই নাম- মহম্মদ আব্বাস (Muhammad Abbas)। 

এদিন পাকিস্তান টস জেতে। মহম্মদ রিজওয়ান জানান যে, তাঁরা বল করবেন। মিশেল ব্রেসওয়েলদের ব্যাট করার আমন্ত্রণ জানান রিজওয়ান। ১৩ ওভারের ভিতর ৫০ রানে ৩ উইকেট চলে গিয়েছিল নিউ জ়িল্যান্ডের। তবে পাকিস্তানকে একেবারেই বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি। 

মার্ক চ্যাপম্যান (১৩২), ড্যারেল মিচেল (৭৬) ও আব্বাসের (৫২) ব্যাটে ভর করে কিউয়িরা নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছিল। রানের পাহাড়ে চাপা পড়ে যায় পাকিস্তান। রিজওয়ানরা জবাবে ২৭১ রানে অলআউট হয়ে যায়। এদিন ম্যাচের সেরা হয়েছেন চ্যাপম্যান, তবে লাইমলাইটে এসেছেন আব্বাস। 

কেরিয়ারের প্রথম ওডিআই খেলতে নেমে আব্বাস ২৪ বলে ৫০ রান করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে নেমে দ্রুততম হাফ-সেঞ্চুরিকারী হয়ে গেলেন বছর একুশের কিউয়ি ক্রিকেটার। এর আগে এই রেকর্ড ছিল ভারতের ক্রুনাল পাণ্ডিয়ার। হার্দিকের দাদা ২৬ বলে ৫০ করেছিলেন পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০২১ সালের ২৩ মার্চ ক্রুনাল সাত নম্বরে নেমে ৩১ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন। আব্বাস কিন্তু লাহোরে জন্মেছেন, সেঅর্থে দেখতে গেলে তিনি ‘দেশে’র বিরুদ্ধেই করলেন সর্বকালীন রেকর্ড!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.