কে বলবে এমএস ধোনির (MS Dhoni) বয়স ৪৩ বছর! কে বলবে যে এই মানুষটিই ২০২৩ সালে আইপিএল জেতার পরে হাসপাতালে ছুটেছিলেন আর্থোস্কোপিক রিপেয়ারের জন্য মাইক্রোসার্জারি করাতে! কে বলবে পাঁচ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটার পাট চুকিয়ে ফেলেছেন। অবসরে শুধু খেলেনে টেনিস-গল্ফ। আর পেশাদার ক্রিকেট বলতে আইপিএল (IPL)। এহেন কিংবদন্তিই ধরে ধরে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন।
গতবছর বাজ পাখির মতো ছোঁ মেরে বল তালুবন্দি করে খবরে আসতেন মাহি, আর চলতি আইপিএলে চর্চায় তাঁর ‘লাইটনিং ফাস্ট স্টাম্পিং’! চোখের পলকেই চেকমেট করে দিচ্ছেন এই প্রজন্মের ক্রিকেটারদের! ধরে ধরে বোকা বানাচ্ছেন উইকেটের পিছনে দাঁড়িয়ে। এবার ধোনি আবারও শিরোনামে। জানা যাচ্ছে সিএসকে-র পাঁচবারের আইপিএল জয়ী প্রাক্তন অধিনায়ককে ফের একবার দেখা যাবে নেতা হিসেবে।
আগামিকাল অর্থাত্ শনিবার, নিজেদের ঘরের মাঠে সিএসকে খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় যদি কনুইয়ের চোট সারিয়ে মাঠে নামতে না পারেন, তাহলে রুতুরাজের জায়গায় নেতৃত্ব দেবেন মাহি। ধোনিদের আগের ম্যাচ ছিল গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচ খেলতে গিয়েই চোট পেয়েছিলেন রুতুরাজ। খেলার আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন ধোনিদের ব্যাটিং কোচ মাইকেল হাসি। তিনি জানিয়েছেন ম্যাচের দিন রুতুরাজের ফিটনেস ফিটনেস মূল্যায়ন করেই, অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসিকে যখন জিজ্ঞাসা করা হয় যে, রুতুরাজের বদলে কে দলকে নেতৃত্ব দেবেন? হাসি বলেন,’ আমরা আসলে অধিনায়কত্ব নিয়ে খুব বেশি ভাবিনি। আমি নিজে এটা নিয়ে খুব বেশি ভাবিত নই। আমি নিশ্চিত স্টিফেন ফ্লেমিং এবং রুতু এটা নিয়ে আলোচনা করছে। আমাদের একজন তরুণ খেলোয়াড় আছে, তাঁর নাম ধোনি, সে উইকেটের পিছনে রয়েছে। হয়তো অধিনায়ক হিসেবে সে ভালো কাজ করতে পারে। অধিনায়ক হিসেবে তার কিছুটা অভিজ্ঞতা আছে। হয়তো সে এটা করতে পারবে। কিন্তু সত্যি বলতে, আমি ঠিক নিশ্চিত নই যে কে নেতৃত্ব দেবে।’ ২০২৩ সালে ধোনির নেতৃত্বে সিএসকে পঞ্চমবারের মতো আইপিএল জিতেছিল। সেবারই শেষবার তাঁকে অধিনায়ক হিসেবে পাওয়া গিয়েছিল। ধোনি গতবছর থেকে আর নেতা নন। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ।