উত্তর প্রদেশের মোরাদাবাদের জঘন্য ঘটনা। সামনে এসেছে CCTV ফুটেজ, যা দেখে ঘেন্নায় বাকরুদ্ধ নেটিজেন। ভিডিয়োও দেখা যাচ্ছে বোরখা পরা এক মহিলাকে ফাঁকা রাস্তায় যৌন হেনস্থা করা হয়েছে। ঘটনাটি নাগফানি এলাকায় ঘটেছে বলে জানা যায়। ভিডিয়োটি অনলাইনেও ছড়িয়ে পড়েছে।
দেখা যাচ্ছে, এক মহিলা বোরখা পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাত্ পেছন থেকে এসে এক ব্যাক্তি মহিলাটির শ্লীলতাহানি করে। মহিলাটির বক্ষস্থল ধরে। স্তন জাপটে ধরে চটকাতে থাকে ওই লোকটি। মহিলাটি প্রতিরোধ করার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
ঘটনার সময় সেখানে আর কেউ উপস্থিত ছিল না। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর মোরাদাবাদ পুলিসের প্রতিক্রিয়া জানিয়েছে। পুলিস বলেছে, এ বিষয়ে নাগফানি থানার ইনচার্জকে তদন্ত/প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে শনাক্ত করতে পুলিস সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তাকে ধরার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা ওই মহিলার সঙ্গে যোগাযোগ করেছি এবং তিনি জানিয়েছেন যে ঘটনাটি রবিবার সন্ধ্যায় ঘটেছে। তিনটি দল গঠন করা হয়েছে এবং আমরা দ্রুত অপরাধীকে গ্রেফতার করব।’
একই ধরনের একটি ঘটনা এই বছরের মে মাসে উত্তর প্রদেশের মেরঠে ঘটেছিল, যেখানে এক ব্যক্তি দিনের আলোয় বোরখা পরা এক মহিলাকে জোর করে চুম্বন করে। এই লজ্জাজনক ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মহিলাটি একটি সরু আবাসিক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাইকে থাকা লোকটি তাকে প্রকাশ্যে জোর করে চুম্বন করে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর পুলিস তাকে গ্রেফতার করে। অভিযুক্তকে সুহেল হিসেবে চিহ্নিত করা হয় এবং সে তার কাজের জন্য ক্ষমা চেয়েছিল।