গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। বৃহস্পতিবার পঞ্জাব এফসি-র বিরুদ্ধে শুরুতেই গোল হজম করায় চিন্তার ভাঁজ ছিল মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকদের কপালে। তবে দ্বিতীয়ার্ধে তিন গোল দিলেন সবুজ-মেরুন মেরুন ফুটবলারেরা। পিছিয়ে গিয়েও ম্যাচ জিতল মোহনবাগান। পঞ্জাবের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে দিল্লি থেকে ফিরছেন শুভাশিস বসুরা।
চোটের কারণে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারেননি গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতোস। তাঁরা দু’জনেই মোহনবাগান দলের খেলাটাকে নিয়ন্ত্রণ করেন। এমন দু’জন ফুটবলার না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে মোহনবাগান কোচ হোসে মোলিনাকে। শোনা গিয়েছিল চোট পেয়েছেন মনবীর সিংহও। তবে পঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন তিনি। কিন্তু পেত্রাতোস এবং স্টুয়ার্টের না থাকা যে সবুজ-মেরুনের জন্য বড় সমস্যার তা বার বার স্পষ্ট হল পঞ্জাবের বিরুদ্ধে।
১২ মিনিটের মাথায় মোহনবাগানকে পিছিয়ে দেন পঞ্জাবের রিকি শাবোং। মোহনবাগানের রক্ষণভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল তাঁকে গোল দিতে। কেউ এক বারের জন্যেও এগলেন না রিকিকে আটকাতে। যদিও আরও আগেই এগিয়ে যেতে পারত পঞ্জাব। কিন্তু পঞ্জাব ফুটবলারের দূরপাল্লার শট বারে লাগায় বেঁচে যায় মোহনবাগান।