গ্যালারিতে ‘লাঠিচার্জ’! মাথা ফাটল এক মোহনবাগান সমর্থকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। খবর পেয়ে হাসপাতালে গেলেন ক্লাব সচিব দেবাশিষ দত্ত। আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচে ধুন্ধুমার কাণ্ড।
এদিন ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে যায় জামশেদপুর। এরপর ৩৭ মিনিটে জেসন কামিন্সের গোলে সমতা ফেরায় মোহনাবাগান। আর তখনই গণ্ডগোলের সূত্রপাত্র! অভিযোগ, গ্যালারিতে সেলিব্রেশন করতে গিয়ে পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মোহনবাগান সমর্থকরা। পুলিস লাঠিচার্জ করে। গুরুতর আহত হন এক মোহনবাগানের সমর্থক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিস। রাতে ক্লাবের তরফে এই ঘটনার নিন্দা করে বিবৃতি দেওয়া হয়।
আইএসএলের গ্রুপ লিগ পর্ব শেষ। এবার শুরু হল নকআউট পর্ব। কাপ জেতার লড়াই। লিগ-শিল্ডে চ্যাম্পিয়ন মোহনবাগান। আজ, বৃহস্পতিবার সেমিফাইনালে প্রথম লেগের খেলায় জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু অ্যাওয়ে ম্যাচ জিততে পারল না মোলিনার দল। চেনা ছন্দে দেখাই গেল না মোহনবাগানকে। ঘরের মাঠে ২-১ জিতল জামশেদপুরে।