Mohun Bagan | ISL Semifinal: ‘বদলা’র আবহে মহাসংগ্রাম; রণাঙ্গনে খালিদের নেই তিন অস্ত্র, কার জন্য সতর্ক মোলিনা?

রাত পোহালে আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় পর্ব (Indian Super League Semi-Final Leg 2)। সোম সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামে মহাসংগ্রাম। মুখোমুখি লিগ শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট ও জামশেদপুর এফসি (Mohun Bagan SG vs Jamshedpur FC)। গত ৩ এপ্রিল টাটানগরীতে জামশেদপুর, সেমির প্রথম পর্বে ২-১ হারিয়েছে মোহনবাগানকে। ফাইনালের কনফার্মড টিকিটের জন্য হোসে মোলিনার টিমের লড়াই কঠিন হবে! নিজেদের ঘরের মাঠে খালিদ জামিলদের হারাতে হবে দু’গোলের ব্যবধানে।

দু’দিনেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল! মহাসংগ্রামের আগুনে ফুটছে মোহনবাগান। ‘বদলা’, ‘প্রতিশোধ’, ‘রিভেঞ্জ’! এই শব্দগুলি বারবার শোনা যাচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে হাইভোল্টেজ ম্যাচের আগে ফুটবলাররা এবং ফ্যানরা একেবারে ‘চার্জড-আপ’। জামশেদপুরকে হারিয়ে প্রথম পর্বের বদলাই শুধু নয়, বাগান সমর্থকরা রীতিমতো তেতে রয়েছেন জামশেদপুরের ঘটে যাওয়া সেই অপ্রীতিকর ঘটনায়। সেদিন কলকাতা থেকে জামশেদপুরে খেলা দেখতে যাওয়া পাঁচ মোহনবাগান সমর্থক আক্রান্ত হয়েছিলেন মাঠেই। পুলিসের বিরুদ্ধে লাঠিচার্জেরই অভিযোগ উঠেছে। কেউ মাথায় তো কেউ কোমরে, আবার কেউ হাতেও চোট পেয়েছিলেন। রবিবার, আজ খেলার আগের দিন সাংবাদিক বৈঠকে সেই পাঁচ সমর্থকই ছিলেন হাজির। ক্লাবের পক্ষ থেকে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করে, হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল ও সেমিফাইনালের ভিআইপি টিকিট। ফুটবলার জেমি ম্যাকলারেন কোচ মোলিনা সমর্থকদের পিঠ চাপড়ে দিলেন। অতীতে কোনও ক্লাবের আক্রান্ত সমর্থকদের, এভাবে ভরা সাংবাদিক বৈঠকে সম্মান জানানোর ঘটনা দেখা যায়নি। 

এদিন বিকেল সাড়ে তিনটের সময় সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর সারার কথা ছিল জামশেদপুরের কোচ খালিদের। তবে তিনি নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে এসেই শুরু করে দিয়েছিলেন মিডিয়া সেশন। মেরে কেটে তিন মিনিটের সাংবাদিক বৈঠক সেরেছিলেন খালিদ। তাঁকে যখন জামেশদপুরের সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন জামশেদপুরের মিডিয়া ম্যানেজার খালিদকে থামিয়ে দিয়ে, মিডিয়াকে জানিয়ে দেন যে, প্রশ্ন শুধুমাত্র যেন ম্যাচ ঘিরেই হয়।

খালিদ রণাঙ্গনে নামতে চলেছেন তাঁর সেরা তিন অস্ত্র (নাইজেরিয়ান সেন্টার সেন্টার ব্যাক স্টিফেন এজে, মারাঠি ডিফেন্ডার আশুতোষ মেহতা, মিডফিল্ডার মোবাশির রহমান, যিনি জামশেদপুরেরই ছেলে) ছাড়াই। তারউপর জামিলকে খেলতে হবে ঘরের মাঠের সমর্থন ছাড়া! মোহনবাগানের বিরুদ্ধে নামার আগেই খালিদ কি কিছুটা চাপে? চলতি মরসুমে  আইএসএলের একমাত্র ভারতীয় কোচ বলছেন, ‘কোনও সন্দেহ নেই মোহনবাগান দারুণ শক্তিশালী দল, ওরা অতীতে আইএসএল চ্যাম্পিয়নও হয়েছে। এটা ঠিক যে, আমি তিন ফুটবলারকে পাচ্ছি না। তবে এটা খেলারই অঙ্গ। ওদের অভাব বোধ করলেও, আমার কিছু করার নেই। তবে দলে বাকি যারা আছে, তাদের কাছে সুযোগ থাকবে আমিও ভালো প্রমাণ করার। আর সকলেই পেশাদার ফুটবলার। তারা যথেষ্ট পরিণত। কঠোর পরিশ্রম করেছে। তারা জানে তাদের কাঁধে কী দায়িত্ব রয়েছে। কুড়ি হাজার, হোক বা চল্লিশ-পঞ্চাশ হাজার দর্শকের সমর্থন, আমার কাছে ইস্যু নয়। সমর্থকদের  জন্য খেলতে হবে। নিজের উপর বিশ্বাস রেখে মাঠে নামতে হবে। আর আমরা বাকি ম্যাচের মতোই খেলব।’

মোলিনার কাছে যখন মোহনবাগান সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনা তুলে, প্রশ্ন করা হয়েছিল যে, জামশেদপুরের বিরুদ্ধে তাঁর দল কী আগামিকাল বাড়তি তাগিদ নিয়ে নামবে? ঠান্ডা মাথার শান্ত স্প্যানিশ কোচ বলছেন, ‘তা বলতে পারব না, তবে হিংসা কখনই ভালো নয়। আমাদের ঠান্ডা মাথায় সেরাটা দিতে হবে প্রতিপক্ষের বিরুদ্ধে। আমরা আমাদের স্টাইলেই খেলব। হোম-অ্যাওয়ে বলে বিষয় নয়, আমরা প্রতিদিনই উন্নতি করতে চাই। ভালো খেলতে চাই। তবে সমর্থকরা বিরাট প্রাপ্তি। আমি তো বলব শুধু ফ্যানদেরই কথা। তারাই বিরাট শক্তি আমাদের। আর সেমিফাইনালের প্রথম পর্ব হয়ে গিয়েছে। আমার চোখ আগামিকালের ম্যাচের দিকেই । দেখুন ভুলভান্ত্রি হয়ে যায়। লড়াই চলবে, আমারা খেলব, চেষ্টা করব। আমি ১০০ শতাংশ আত্মবিশ্বাসী।”

মনবীর-আপুইয়া প্রথম পর্বে খেলেননি। ফাইনালের লড়াইয়ে এই দুই অস্ত্র কি পাচ্ছেন মোলিনা। এই প্রশ্নের উত্তরে লিগ শিল্ডজয়ী কোচ বলছেন, ‘দেখুন, আমরা চেষ্টা করছি ওদের খেলানোর। আগামিকাল দেখব।’ অজি ফরোয়ার্ড জেমি ম্যাকলারেনকে নিয়েই মোলিনা প্রথম একাদশ সাজাবেন কিনা, সে বিষয়ে কিন্তু ধোঁয়াশা রেখে দিলেন। বললেন, এই উত্তর পাওয়া যাবে আগামিকালই! জামশেদপুরের একজন ফুটবলারকে নিয়েই মোলিনা সতর্ক। সে কথা তিনি স্বীকার করে নিলেন। তিনি স্পেনের আক্রমণাত্মক মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ। প্রথম পর্বে খেলার সংযুক্ত সময়ে তাঁর গোলেই মোহনবাগানকে হেরে ফিরতে হয়েছিল। মোলিনা জাভির প্রসঙ্গে বলেন, ‘জাভি নিঃসন্দেহে ভালো ফুটবলার। কিছু ফুটবলারকে নিয়ে সতর্ক থাকতেই হয়, ও সেই তালিকাতেই থাকবে। তবে আগেও বলেছি, যে আমি নিজেদের ফুটবলারদের নিয়ে ভাবি। আমার চিন্তা আমার টিমকে ঘিরেই। আক্রমণও করতে হবে আবার রক্ষণও করতে হবে আমাদের। সবকিছুই করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.