Modi, Sukanta, Shantanu, তৃতীয় মোদী সরকারের বাংলা থেকে মন্ত্রী হলেন দুজন, সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর

 তৃতীয় মোদী সরকারের বাংলা থেকে মন্ত্রী হলেন দু’জন। সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। রবিবার রাষ্ট্রপতি ভবনে তাঁরা শপথ নিলেন। কিন্তু শপথ নিলেও তাদের দপ্তর সম্পর্কে এখনও জানা যায়নি, মঙ্গলবার ক্যাবিনেট মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে। তার আগে বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে, রাজ্যে কোন কোন দপ্তরের মন্ত্রীত্ব পেতে চলেছেন তারা?

গত দুবারের মোদী মন্ত্রিসভায় নজর দিলে দেখা যায় বাংলা থেকে বিভিন্ন সময় মন্ত্রিসভার সদস্য হয়েছেন সাতজন। তার মধ্যে হলেন বাবুল সুপ্রিয়, সুরিন্দর সিং আলুয়ালিয়া, জন বার্লা দেবশ্রী চৌধুরী, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামানিক। কিন্তু কেউ প্রথম সারির গুরুত্বপূর্ণ মন্ত্রক পায়নি বা পূর্ণ মন্ত্রিত্ব পায়নি।

২০১৪ সালে বাংলায় যখন দুটি আসন জিতেছিল বিজেপি, তখনও দু’জন মন্ত্রীত্ব পেয়েছিল। বাংলার আলুয়ালিয়া ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন দপ্তরে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এর মধ্যে ছিল সংসদ বিষয়ক মন্ত্রক, কৃষি ও কৃষক উন্নয়ন, পানীয় জল স্বচ্ছতা, তথ্যপ্রযুক্তি মন্ত্রক। বাবুল প্রথম ও দ্বিতীয় দুই মন্ত্রিসভার সদস্য ছিলেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন সময় ভারী শিল্প-র রাষ্ট্রায়ত্ত সংস্থা সংক্রান্ত মন্ত্রক, নগর উন্নয়ন মন্ত্রক, আবাস মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিমন্ত্রী ছিলেন।

২০১৯ সালে বাংলায় যখন এক ধাক্কায় ১৮টি আসন পায় বিজেপি তখনও বাংলা পায় চার প্রতিমন্ত্রী। বাবুল, দেবশ্রী ও জন ছিলেন মন্ত্রিসভায়। দেবশ্রী প্রতিমন্ত্রী ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের। জন সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী, পরে ২০২১ সালে মন্ত্রিসভার রদবদলের পর দেবশ্রীর মন্ত্রিত্ব থাকেনি। নিশীথ যুব বিষয়ক এবং স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হন। সুভাষ শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী, শান্তনু জাহাজ প্রতিমন্ত্রী এবং নিশীথ স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।

কিন্তু ২০২৪ সালে ভোটে জেতেনি দেবশ্রী। টিকিট পাননি জন, নিশীথ, সুভাষ দু’জনেই হেরেছে নিজ নিজ আসনে। গতবারের মন্ত্রীদের মধ্যে শুধু থেকেছেন শান্তনু। তবে শান্তনুকে কি এবারও জাহাজ মন্ত্রকে প্রতিমন্ত্রী করা হবে? এবারও কি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদটি বাংলার জন্য রেখে দেওয়া হবে? জল্পনা শুরু হয়েছে। কারণ বাংলার আশপাশের রাজ্যগুলির সীমান্ত সমস্যা গুরুত্বপূর্ণ বিষয়।

আবার অনেকের মতে ২০২৬ সালে বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। তাই এই রাজ্য থেকে গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে শিক্ষা অথবা স্বাস্থ্য প্রতিমন্ত্রক পেতে পারে বাংলা, বলে মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.