চলছিল গুরুগম্ভীর ইস্যুতে আলোচনা। কংগ্রেসকে একযোগে পর পর তীরে বিদ্ধ করছিলেন মোদী। সেই সময় সংসদের সেই ভাষণে মোদীকে পাল্টা বাধা দেওয়ারও চেষ্টা চলছিল কংগ্রেসের তরফে। সংসদে ধন্যবাদ জ্ঞাপন ভাষণে আজ যখন মোদী ভাষণ দিচ্ছিলেন তখন বিরোধী শিবিরে তাঁর সামনেই বসেছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। আর নিজের বক্তব্যের মাঝে অধীর চৌধুরীর সঙ্গে মশকরার মেজাজে মাতলেন নরেন্দ্র মোদী।
বারবার মোদীর ভাষণের মাঝে বাধা দিচ্ছিলেন অধীর চৌধুরী। ততক্ষণে রাহুল গান্ধী সহ কংগ্রেসের একাধিক নেতাকে নিশানায় রেখে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। স্বভাবসিদ্ধ মেজাজে পাল্টা বক্তব্য রাখেন অধীরও। তার জবাবে মোদী বলেন, বলে যায় অন্য কেউ আর জবাব দিতে হয় আপনাদের। এছাড়াও কার্যত হাসির রেশ ধরে মোদী বলেন, ‘আপনার যেটুকু কৃতিত্ব নেওয়ার আপনি নিয়ে ফেলেছন। আপনার পরাক্রম যাঁরা দেখার তাঁরা দেখে নিয়েছেন। কেন বাড়াবাড়ি করছেন?… ‘ এর সঙ্গেই মজার ছলে অধীর চৌধুরীর প্রতি নরেন্দ্র মোদী উদ্দেশ্য করে বলেন, ‘এই অধিবেশনে কেউ আপনাকে তাড়িয়ে দেবে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি।’ট্রেন্ডিং স্টোরিজ
এখানেই শেষ নয়। এরপরও যখন বারবার কংগ্রেসকে নিশানা করে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে একাধিক ইস্যুতে তোপ দাগতে থাকেন মোদী, তখন বাধা দিতে যান অধীর চৌধুরী। অধীর সহ কংগ্রেস নেতাদের দিকে তাকিয়ে সেই সময় মোদী বলেন, আপনারা বারবার বলেন আমি নেহরুজিকে নিয়ে কিছু বলি না,আজ বলব। আপনারা শুনতে থাকেন, এরপর রয়েছে আপনাদের ইন্টারেস্টের বিষয়। উল্লেখ্য, রাজনীতি থেকে অর্থনীতি সহ একাধিক বিষয়ে যখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, তার মাঝে এই হাসি ঠাট্টা সংসদ কক্ষের আবহাওয়াকে খানিকটা হালকা করে দেয়।