মোদী সরকারের বড় পদক্ষেপ! মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে স্বাধীনতা দিবস থেকে কমল টমেটোর দাম

 মোদী সরকারের বড় পদক্ষেপে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে স্বাধীনতা দিবস থেকে কমল টমেটোর দাম। ৫০ টাকা কেজি দরে টমেটো পাওয়া যাবে মঙ্গলবার বার থেকে। ১৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে সুখবর দিয়েছে মোদী সরকার।

সোমবার জাতীয় সমবায় ক্রেতা ফেডারেশন এবং জাতীয় কৃষি সমবায় মার্কেটিং ফেডারেশনের তরফে জানানো হয়, ১৫ আগস্ট থেকে ৫০ টাকায় বিক্রি হবে ১ কিলো টমেটো। পাইকারি বাজারে টমেটোর মূল্য কমতে শুরু করেছে, সেই কারণে কেন্দ্রের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। টমেটোর দাম প্রতি কেজি প্রায় ৩০০ টাকা হয়ে গিয়েছিল। ফলে সরকারের এই উদ্যোগ মধ্যবিত্তকে বেশ কিছুটা স্বস্তি দেবে। দেশের একাধিক শহরে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কমেছে টমেটোর দাম।

জুলাই মাসে মোদী সরকারের তরফে টমেটোর দামের উপর ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় আর তার ফলে দিল্লি এনসিআরে প্রতি কেজি টমেটোর দাম কমে হয় ৮০ থেকে ৯০ টাকা। এরপর ২০ জুলাই থেকে জয়পুর, লক্ষৌ, কানপুর, বারাণসী, প্রয়াগরাজ, পাটনা মুজাফফরপুর, আরাহা, বক্সারের মত শহরে ৭০ টাকার বিনিময় এক কিলো টমেটো পাওয়া যাচ্ছিল। ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম থেকেও অল্প দামে কিনে নেওয়া যাচ্ছিল টমেটো। এবার এই সবজির দাম আরো কমবে বলে জানিয়ে দিল কেন্দ্র। গোটা দেশে চড়া দাম ওঠা টমেটোর কোথাও কোথাও এক কিলো টমেটো কিনতে খরচ হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা। এই পরিস্থিতিতে আমজনতাকে স্বস্তি দিতে এই উদ্যোগ নেয় কেন্দ্রের উপভোক্তা বিষয়ক বিভাগ। তারা জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন এবং জাতীয় সমবায় উপভোক্তা ফেডারেশনকে নির্দেশ দেয় কৃষকদের থেকে সরাসরি টমেটো সংগ্রহ করে, যে এলাকায় বেশি দামে টমেটো বিক্রি হচ্ছে সেখানে তা বিক্রির ব্যবস্থা করে।বাজারে যোগান বাড়লে টমেটোর দাম কমবে। এই প্রক্রিয়া অনুসরণ করে টমেটোর দাম আরও কমানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.