Mock Drill: কলকাতায় বাজবে ৯৫ সাইরেন‌, বাংলার জেলায় জেলায় যুদ্ধের প্রস্তুতি!

দেশজুড়ে যুদ্ধের প্রস্তুতি? রাত পোহালেই রাজ্যে রাজ্যে মকড্রিল। এ রাজ্যের সীমান্ত সুরক্ষা বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। রাজ্যকে নিজের মতো করে সংবেদনশীল এলাকা চিহ্নিত করতে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

  

2/8

রাজ্যে মকড্রিল

বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য বাংলা। পাশেই আবার নেপাল ও ভুটান।

3/8

রাজ্যে মকড্রিল

সীমান্তঘেরা এই রাজ্যের নিরাপত্তায় বিশেষ নজর কেন্দ্রের।

  

4/8

রাজ্যে মকড্রিল

আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করলেন রাজ্যে প্রশাসনের শীর্ষকর্তারা।

  

5/8

রাজ্যে মকড্রিল

বৈঠকে রাজ্যের তরফে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, সিভিল ডিফেন্সের সচিব রাজেশ সিনহা, সিভিল ডিফেন্সের ডিজি জগমোহন।  

  

6/8

রাজ্যে মকড্রিল

আগামীকাল, বুধবার থেকে পর্য়ায়ক্রমেই মকড্রিল হবে গোটা রাজ্যেই।

7/8

রাজ্যে মকড্রিল

রাজ্যের হাতে এখন স্য়াটেলাইট রয়েছে ৬২টি। কলকাতায় বসানো হয়েছে ৯৫ সাইরেন। বিভিন্ন রাজ্যে আরও ২৫ থেকে ৩০ সাইরেন রয়েছে। প্রতিটি জেলা শহরে একটি করে সাইরেন বসানো হয়েছে।

  

8/8

রাজ্যে মকড্রিল

রাজ্যবাসীকে এই মকড্রিলকে অবহেলা না করার অনুরোধ জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। তিনি বলেন, ‘এই যে দফায় দফায় বৈঠক হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হচ্ছে বা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে হচ্ছে। এটা থেকে কিন্তু স্পষ্ট যে আমরা নির্দিষ্ট পরিকল্পনা করে ফেলেছি। একদিন পরেই কিন্তু যুদ্ধ শুরু হতে পারে, আবার চারদিন পরেই শুরু হতে পারে। সময়ের কোনও বাধ্যবাধকতা নেই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.