তুরস্কের ইস্তানবুলে ভেস্তে যাওয়া সংঘর্ষবিরতি বৈঠক নতুন করে শুরু করতে রাজি হয়েছে কাবুল ও ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার সে দেশের সরকারি সংবাদমাধ্যমকে এ কথা জানিয়ে বলেছেন, ‘‘কাতার এবং তুরস্কের অনুরোধে আমরা আফগানিস্তানকে আরও এক বার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’ আফগানিস্তানের তালিবান সরকারের সূত্র উদ্ধৃত করে পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যমেও তৃতীয় দফার শান্তিবৈঠকের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এর আগে সীমান্তে উত্তেজনা প্রশমন ও সংঘর্ষবিরতি কার্যকর করার লক্ষ্যে শনিবার থেকে দু’দেশ দ্বিতীয় দফায় বৈঠকে বসেছিল তুরস্কে। সূত্রের খবর, সেখানে পাকিস্তানের তরফে আফগানিস্তানের মাটিতে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-সহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর উপর নজরদারি চালানোর দাবি তোলা হয়। পাশাপাশি, আফগানিস্তানের তালিবান শাসকদের কাছে টিটিপি (পাক সরকার এবং সেনা যাদের ‘ফিতনা আল খোয়ারিজ়’ বলে চিহ্নিত করে)-র বিরুদ্ধে পদক্ষেপের দাবি তোলে পাকিস্তান। জবাবে পাক ফৌজের বিরুদ্ধে আফগানিস্তানের সীমান্ত লঙ্ঘন এবং বিমানহামলার অভিযোগ তোলেন তালিবান প্রতিনিধিরা। আফগান সূত্র জানিয়েছে, এই বিষয়ে ‘উত্তপ্ত বাক্যবিনিময়ের’ পর আলোচনা শেষ হয়।
প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় সীমান্ত সংঘর্ষে জড়িয়েছিল পাক ও আফগান সেনা। হামলা-পাল্টা হামলায় দু’দেশের সেনা এবং সাধারণ নাগরিক মিলিয়ে শতাধিক মৃত্যু হয়েছিল। ঘটনাচক্রে, আফগান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর শুরুর দিন, গত ৯ অক্টোবর পাক বিমানহামলা হয়েছিল কাবুলে। কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় প্রথম দফায় দোহায় আলোচনায় বসেছিলেন পাক-আফগান প্রতিরক্ষামন্ত্রী ও কয়েক জন শীর্ষ প্রশাসনিক কর্তা। সেই সময়ে প্রাথমিক ভাবে সংঘর্ষবিরতিতে রাজি হয় দুই দেশ।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা সেই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছিলেন। কথা ছিলই এই শান্তি আলোচনাপর্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। সেই মতো দ্বিতীয় দফায় ইস্তানবুলে আলোচনায় বসেছিলেন দুই প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিরা। কিন্তু সেই শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় গোটা এলাকায় শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফ বৈঠক ভেস্তে যাওয়ার পিছনে দিল্লির মদত আছে বলে অভিযোগ তুলে নতুন করে আফগানিস্তানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন বুধবার। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সুর নরম করলেন তিনি।

