অন্য একজনের সঙ্গে দুর্গাপুজো মণ্ডপে গিয়েছিল নাবালিকা। এই ‘দোষে’ নাবালিকাকে ধর্ষণ করল ‘প্রেমিক’। শুধু তাই নয়, নাবালিকাকে খুনেরও চেষ্টা করে সেই যুবক। ঘটনাটি ঘটেছে অসমের কাছার জেলায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত যুবকের বয়স ২৬ বছর। ধৃত দাবি করেছে যে নির্যাতিতা আদতে তার প্রেমিকা। এদিকে নির্যাতিতা বর্তমানে শিলচর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
পুলিশি জেরায় ধৃত যুবক জানিয়েছে, দুর্গাপুজোর অষ্টমীর দিন (৩ অক্টোবর) অন্য একজনের সঙ্গে সেই নাবালিকা মণ্ডপে ঘুরতে গিয়েছিল। এর জেরে ক্ষুব্ধ হয় প্রেমিক। এর ‘প্রতিশোধ’ নিতেই নিজের প্রেমিকাকে ধর্ষণ করে যুবক। পরে নির্যাতিতাকে একটি ব্যাগে পুরে খুন করার চেষ্টা করে। তবে কোনওক্রমে সেই নাবালিকা বেঁচে যায়। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই নাবালিকা।
নির্যাতিতার পরিবার অভিযোগ করেছে, সেই যুবক তাদের মেয়ের গলা কেটে তাকে ব্যাগে পুরে জঙ্গলে ফেলে এসেছিল। তবে নির্যাতিতা বেঁচে যায় এবং বাড়ি ফিরে আসে। পরিবার জানিয়েছে, ৩ তারিখ পুজো দেখতে বাড়ি থেকে বেরিয়েছিল তাদের মেয়ে। তারপর আর সে বাড়ি ফেরেনি। এরপর ৪ তারিখ পুলিশে অভিযোগ দায়ের করে পরিবার। সেদিনই বিকেলে ছেঁড়া জামা পরে বাড়ি ফেরে সেই মেয়ে। দীর্ঘ পথ হেঁটে সে বাড়ি পৌঁছায়। বাড়ি ফিরতেই সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ৬ অক্টোবর গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। জেরা করে পুলিশ জানতে পারে যে ঈর্ষার কারণেই সেই যুবক এমন এক কাণ্ড ঘটিয়েছিল।