এমএলএস অল স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন লিয়োনেল মেসি। মাঠে ফিরে আবার ছন্দে তিনি। বুধবার রাতে গোল না করলেও দু’টি গোল করালেন। তার মধ্যে একটি শেষ সেকেন্ডে, যার জেরে জিতল ইন্টার মায়ামি। আটলাসকে হারাল ২-১ গোলে। ম্যাচের পর মাথাও গরম করলেন মেসি।
ম্যাচের প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকে গোল করেন তেলাস্কো সেগোভিয়া। সের্জিয়ো বুস্কেৎসের থেকে বল পেয়েছিলেন মেসি। তিনি সেগোভিয়াকে বল বাড়ান। প্রথমে বলের নিয়ন্ত্রণ হারালেও সেটি গোলে পাঠান সেগোভিয়া।
৮০ মিনিটে গোল শোধ করে দেয় আটলাস। মায়ামির বক্সে জটলার মাঝে বাঁপায়ের শটে গোল করেন রিভাল্দো লোজানো। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে গিয়ে সংযুক্তি সময়ের খেলা চলছিল। তখনই মার্সেলো উইগান্তের সঙ্গে পাস খেলে গোল করান মেসি। সেটিই ছিল সংযুক্তি সময়ের শেষ মিনিট।
গোলের পর আটলাসের এক খেলোয়াড়ের কাছে গিয়ে হাত তুলে উল্লাস করেন মেসি। ওই খেলোয়াড় পাল্টা কিছু বলেননি। হেসে দূরে সরে যান। আসলে গোটা ম্যাচে মেসিকে অনেক বার ফাউল করেছেন আটলাসের খেলোয়াড়েরা। তাই দলের জয় নিশ্চিত হওয়ায় উচ্ছ্বাস সামলাতে পারেননি মেসি।
ম্যাচের পর মেসি বলেন, “খুব গরম ছিল আজ। তা ছাড়া আগের ম্যাচে খেলতে পারিনি। হয়তো বিশ্রাম নিলে শরীর তরতাজা থাকে। কিন্তু আমার ভাল লাগে। আমি খেলতে বেশি ভালবাসি। যত বেশি ম্যাচ খেলি তত শরীর ভাল থাকে। আরও ছন্দ পাই। ওরা আগের ম্যাচে আমাকে খেলতে দেয়নি। সে কারণেই আজ প্রথমার্ধে অস্বস্তি হচ্ছিল।”