ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়েছে মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ খেলতে নামার আগে দল আরও শক্তিশালী করল তারা। মুম্বই সিটি থেকে যোগ দিচ্ছেন মেহতাব সিংহ। রবসন রোবিনহোও দ্রুত সই করতে পারেন বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহেই কলকাতায় চলে আসার কথা রয়েছে তাঁর।
মোহনবাগানে মেহতাব আসবেন এ রকম গুঞ্জন মরসুমের শুরু থেকেই শোনা যাচ্ছিল। অভিষেক সিংহকে নিঃশব্দে সই করানোর পর অনেকেই ভেবেছিলেন মেহতাব হয়তো আসবেন না। পঞ্জাবের ডিফেন্ডারকেও মোটা ট্রান্সফার ফি দিয়ে মুম্বই থেকে নিয়ে নিল মোহনবাগান।
মেহতাব আসায় রাইট ব্যাক নিয়ে সমস্যা মিটতে চলেছে মোহনবাগানের। আশিস রাই ওই পজিশনে খেললেও তাঁর পারফরম্যান্স আশাপ্রদ নয়। অনেক ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তিনি। তাই মেহতাব আসায় চিন্তা কমতে চলেছে হোসে মোলিনার। সব ঠিকঠাক থাকলে প্রথম একাদশে মেহতাবই রাইট-ব্যাক হিসাবে শুরু করবেন। দরকারে সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবেও খেলতে পারেন তিনি।
রবসন যোগ দিতে চলেছেন ষষ্ঠ বিদেশি হিসাবে। গত বারের পাঁচ বিদেশিকে ধরে রাখলেও ক্লাব ছেড়েছেন গ্রেগ স্টুয়ার্ট। তাঁরই জায়গায় রবসনকে নেওয়া হচ্ছে। ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো যখন বাংলাদেশের বসুন্ধরা কিংসের দায়িত্বে ছিলেন, তখন তাঁর অধীনে খেলেছেন রবসন। ব্রুজ়ো তাঁকে নেওয়ার চেষ্টা করেছিলেন ইস্টবেঙ্গলে। তবে শত্রু ক্লাবেই যোগ দিচ্ছেন রবসন।