গোটা দেশ কেঁপে উঠেছে মেঘালয়ের অভিশপ্ত হানিমুন! ইন্দোরের নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনমের যাওয়ার কথা ছিল সিমলায়… কিন্তু অমোঘ নিয়তি-ই যেন রাজা-সোনমকে টেনে নিয়ে গেল মেঘালয়ে। ইতিমধ্যেই রাজার দেহ ও তাঁর বাইক উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে রক্তের দাগ লাগা একটি রেইনকোটও। আর এবার সামনে এল ‘অন্তর্ধান’ রহস্যের শেষ ১২ ঘণ্টার হাড়হিম তথ্য!
২৩ মে, রাজা-সোনম রাতারাতি উবে যাওয়ার আগে, মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের নোংরিয়াত গ্রামে ১২ ঘণ্টা কাটান। স্থানীয়দের সঙ্গে কথা বলে তদন্তকারীদের এটাই মত। রাজার দেহ খাদে পাওয়া গেলেও, তাঁর স্ত্রীর খোঁজ এখনও চলছে। পুলিস এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) সোনমকে খুঁজছে। তাঁর পরিবার বলেছে যে, তাঁরা বিশ্বাস করেন যে, তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে! এবং তাঁরা মেয়েকে ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী।
শেষ ব্যক্তি যিনি রাজা-সোনমকে দেখেছিলেন, তিনি ছিলেন গাইড অ্যালবার্ট পিডি। রাজ্য পুলিসে র জিজ্ঞাসাবাদের সময়, তিনি বলেছিলেন যে, তিনি সকাল ১০ টায় দম্পতিকে মাওলাখিয়াত গ্রামের দিকে ৩০০০ সিঁড়ি বেয়ে উঠতে দেখেছেন এবং তাঁদের সাথে তিনজন পুরুষ পর্যটক ছিলেন বলেই ধারণা। দেখা যাক মেঘালয়ে নবদম্পতির ‘অন্তর্ধান’ রহস্যের কবে কিনারা হয়!