ভারতের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারলেও খেলার ধরন বদলাবে না ইংল্যান্ড। চেন্নাই দ্বিতীয় ম্যাচের আগে জস বাটলারদের এমন বার্তাই দিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন দলের রণকৌশল ফাঁস করে দিয়েছেন হ্যারি ব্রুক।
ইডেনে ৭ উইকেটে হারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না ম্যাকালাম। তিনি আগ্রাসী ক্রিকেটের পথেই দলকে থাকার নির্দেশ দিয়েছেন। শুক্রবার ব্রুক বলেছেন, ‘‘আমরা শান্ত রয়েছি। উদ্বিগ্ন নই। ভারত খুব ভাল দল। আমরা জানতাম কী হতে পারে। কোন কোন জায়গায় ওরা আমাদের চেপে ধরার চেষ্টা করবে। তবে ওরা আমাদের ধারণার থেকেও ভাল খেলেছিল প্রথম ম্যাচে।’’
তা হলে কি দ্বিতীয় ম্যাচে আপনারা কৌশল পরিবর্তন করবেন? ইংল্যান্ডের সহ-অধিনায়ক ব্রুক বলেছেন, ‘‘আমাদের আরও চেষ্টা করতে হবে। কোচ আমাদের সেটাই বলেছেন। ভারতের বোলারদের চাপে ফেলার চেষ্টা করতে হবে আমাদের। একই ভাবে ওদের উইকেটগুলি দ্রুত তুলে নেওয়ার চেষ্টাও করতে হবে। ব্যাটার এবং বোলারদের চেষ্টা করতে হবে দুটো ইনিংসেই ভারতকে যতটা সম্ভব চাপে রাখার। আমাদের সকলকে আর একটু বেশি চেষ্টা করতে হবে। যে ভাবে আমরা খেলি, সে ভাবেই খেলব। তবে সবাইকে একটু বেশি দেওয়ার চেষ্টা করতে হবে।’’
অধিনায়ক বাটলারের ফর্ম স্বস্তিতে রেখেছে ইংল্যান্ড শিবিরকে। ইডেনে দলের ইনিংস একাই টেনেছিলেন বাটলার। তা নিয়ে ব্রুক বলেছেন, ‘‘ভারতের খেলার প্রচুর অভিজ্ঞতা রয়েছে বাটলারের। আইপিএল বা ইংল্যান্ডের হয়ে এখানে সব সময়ই ভাল খেলে। ওকে এখানে ব্যাট করতে দেখলে দারুণ লাগে। বিশেষ করে ২২ গজের অন্য প্রান্ত থেকে বাটলারের ব্যাটিং দেখা একটা বড় সুযোগ।’’
সিরিজ়ের শুরুটা ভাল না হলেও আত্মবিশ্বাসী ইংল্যান্ড শিবির। একটা ম্যাচ হেরে হতাশ হতে নারাজ ব্রুকেরা। তাঁর মতে, সিরিজ়ে লড়াইয়ে ফেরার সম্পূর্ণ সুযোগ তাঁদের রয়েছে। ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটই ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।