Maoist Killed In Chhattisgarh: যৌথ বাহিনীর অভিযানে ফের সাফল্য, ছত্তীসগড়ে এবার খতম ৩১ মাওবাদী!

 ছত্তীসগড়ের ফের মাওবাদী দমন অভিযানে সাফল্য। যৌথ বাহিনীর সঙ্গে গুলির  লড়াইয়ে খতম ৩১ জন মাওবাদী! পাল্টা হামলায় অবশ্য প্রাণ হারিয়েছেন যৌথবাহিনীর ২ সদস্যও। আহত আরও ২। এবার বিজাপুর জেলায়।

চলতি বছরের জানুয়ারি থেকে ঝাড়খণ্ডের বস্তারে নতুন করে অভিযানে নেমেছে যৌথবাহিনী। তল্লাশি চলছে  বিজাপুর, সুকমার , নারায়ণপুর,দান্তেওয়াড়া, জগদলপুর, কাঁকের এবং কোন্ডাগাঁও জেলার পাহাড় ও জঙ্গলেও।  পুলিস সূত্রে খবর, গত শুক্রবার  বিজাপুরের জঙ্গল মাওবাদী উপস্থিতির খবর মেলে। এরপরই ওই এলাকায় একযোগে অভিযান শুরু করে সিআরপিএফ, ছত্তীসগঢ় সশস্ত্র পুলিশ এবং কোবরা ইউনিট। গতকাল শনিবার রাতে থেকেই চলছে গুলির লড়াই। এখনও পর্যন্ত ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর।

এর আগে, বস্তারের জঙ্গলে মাওবাদীদের উপর আঘাত হেনেছিল যৌথবাহিনী। কবে? চলতি বছরের ২১ জানুয়ারি। সেবার গড়িয়াবান্ধ জেলার কুলারিঘাট রিজার্ভ ফরেস্টে দু’পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই হয়। নিহত হন কমপক্ষে  ১৪ জন মাওবাদী। মৃতদের তালিকায় ছিলেন মাওবাদী নেতা জয়রাম ওরফে চালাপাতি। মাথার দাম ছিল ১ কোটি টাকা। উদ্ধার হয়  প্রচুর অস্ত্র, বারুদ ও দেশি বিস্ফোরক উদ্ধার। বস্তুত, গত বছরের সেপ্টেম্বরেও বস্তারের জঙ্গলে  এনকাউন্টারের মৃত্যু হয়েছিল ৯ মাওবাদীর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.