ছত্তীসগঢ়, মহারাষ্ট্র, ওড়িশার পরে এ বার মাওবাদী দমন অভিযান মধ্যপ্রদেশে। মঙ্গলবার মান্ডলা জেলার কানহা ব্যাঘ্রপ্রকল্প লাগোয়া জঙ্গলে পুলিশি হানায় নিহত হয়েছেন নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র দুই মহিলা কমান্ডার। তাঁদের নাম মমতা ওরফে রমাবাই এবং প্রমিলা ওরফে মাসে মান্ডবী।
মধ্যপ্রদেশ পুলিশের ডিজি কৈলাস মাকওয়ানা জানিয়েছেন, বিছিয়া থানা এলাকায় পুলিশের তল্লাশি অভিযানের সময় গুলির লড়াই হয়। নিহত দুই পিএলজিএ সদস্যার মাথার দাম ছিল ১৪ লক্ষ টাকা! তাঁরা সিপিআই মাওবাদীর মধ্যপ্রদেশ-ছত্তীসগঢ় সীমানায় সক্রিয় কানহা-ভোরামদেও এরিয়া কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে একটি সেলফ-লোডিং রাইফেল (এসএলআর), একটি সাধারণ রাইফেল, একটি অয়্যারলেস সেট এবং দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
কানহা ব্যাঘ্রপ্রকল্প তথা জাতীয় উদ্যানের মুন্ডিদাদর-গণেরিদাদর-পারসাতোলা বনাঞ্চলে গত কয়েক সপ্তাহ ধেরেই মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য আসছিল। তারই ভিত্তিতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানান কৈলাস। নিহত মমতা মহারাষ্ট্রের গঢ়ছিরৌলি জেলার কারোচির বাসিন্দা। তাঁর স্বামী রাকেশও মাওবাদী নেতা। প্রমিলার বাড়ি ছত্তীসগঢ়ের সুকমা জেলার চিন্তালনারে। দু’জনেই তিন রাজ্যে একাধিক নাশকতায় অংশ নিয়েছেন বলে পুলিশের দাবি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বস্তার ডিভিশন জুড়ে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের জেরে মাওবাদীদের কয়েকটি স্কোয়াড সীমানা টপকে কানহার জঙ্গলে ডেরা বেঁধেছে।