ফের ছত্তীসগড়ের দন্তেওয়াড়ায় মাওবাদী তৎপরতা। ফের একবার মাওবাদীদের ‘নিশানা’য় রেলপথ। তবে এবার বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। রেল লাইন সরিয়ে বড়সড় আঘাত হানতে চাইছিল মাওবাদীরা। তবে শেষমেশ তারা সফল হয়নি। ট্রেন লাইনচ্যুত হলেও, যাত্রীদের কারও কোনও ক্ষতি হয়নি। ট্রেনের বগিতে আটকে পড়া ৩০ যাত্রীকেই উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা। প্রত্যেককে নিরাপদে তাঁদের বাড়িতেও পৌঁছে দেওয়া হয়েছে।
দিন কয়েক আগেই দন্তেওয়াড়ার কাছে নীলাওয়া এলাকায় নিরাপত্তারক্ষীদের গুলিতে এক মাওবাদী নেতার মৃত্যু হয়। এরপরই পাল্টা হামলার প্রস্তুতি নেয় মাওবাদীরা। সেই মতো সাজানো হয় প্ল্যান। মাওবাদীরা রেল ট্র্যাক সরানোর ফলে দন্তেওয়াড়ার ভান্সি ও বাচেলি স্টেশনের মাঝে ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেন লাইনচ্যুত করে দিয়ে একাধিক প্রাণহানির ছক কষেছিল মাওবাদীরা। তবে তাদের দুরভীসন্ধি সফল হয়নি।
একদিকে যেমন ট্রেন চালকের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তেমনি সজাগ দৃষ্টি ছিল নিরাপত্তারক্ষীদেরও। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সঙ্গে-সঙ্গে গোটা এলাকা গিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। তারপর ধীরে ধীরে ট্রেনের বগি থেকে আতঙ্কে থাকা যাত্রীদের প্রত্যেককে উদ্ধার করা হয়। আটকে পড়া ৩০ যাত্রীকে নিরাপদে তাঁদের বাড়িতেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
দন্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লভ জানিয়েছেন, শুক্রবার রাতে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়। মাওবাদীরাই ট্রেন লাইনচ্যুত করার ঘটনার সঙ্গে যুক্ত। ট্রেনে ওই সময় ৩০ যাত্রী ছিলেন। প্রত্যেককে উদ্ধার করেছে পুলিশ। ভান্সি ও বাচেলি স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। উদ্ধারের পর যাত্রীদের নিরাপদে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জেলা রিজার্ভ গার্ডের জওয়ানরা। তাঁরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। ট্রেনে উঠে যাত্রীদের আশ্বস্ত করেন জওয়ানরা। প্রত্যেক যাত্রীকে উদ্ধার করা হয়। পরে তাঁদের প্রত্যেককে বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়।
দিন কয়েক আগেই দন্তেওয়াড়ার কাছে নীলাওয়া এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় এক মাওবাদী নেতা। দলের নেতার মৃত্যুর প্রতিসোধ নিতেই বড়সড় হামলার ছক কষে মাওবাদীরা। ট্রেন লাইন্যচুত করে একসঙ্গে একাধিক যাত্রীর মৃত্যুর ফাঁদ পেতেছিল মাওবাদীরা। তবে সেই দুরভীসন্ধিতে তারা সফল হয়নি।