রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার, ’২৬-এর বিধানসভা ভোট পর্যন্ত দায়িত্বে

অবশেষে পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও হিসাবে নিয়োগ করা হল মনোজকুমার আগরওয়ালকে। ২০২৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন ১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস অফিসার।

নিয়ম অনুযায়ী, সিইও পদের জন্য রাজ্যকে এক বা একাধিক নামের প্যানেল পাঠাতে হয়। সেই তালিকা থেকে এক জনকে সিইও হিসাবে বেছে নেয় নির্বাচন কমিশন। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের সিইও হিসাবে দায়িত্ব নেন আরিজ আফতাব। ওই পদে তিনি প্রায় আট বছর ছিলেন।

২০১৯, ২০২৪ সালের লোকসভা ভোট এবং ২০২১ সালে রাজ্যের বিধানসভা ভোট পরিচালনা করেছেন আরিজ। তাঁর অবসরের পরে ভারপ্রাপ্ত সিইও হিসাবে ওই দায়িত্ব সামলাচ্ছিলেন দিব্যেন্দু দাস। শুক্রবার মনোজের নিয়োগের কথা জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

মনোজ রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এ ছাড়া বন বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত সচিব ছিলেন। এক সময়ে উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের সচিব হিসাবে কাজ করেছেন এই আইএএস অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.