Mann Ki Baat 100th Episode: দিল্লি থেকে জাতিসংঘ, সব জায়গায় রবিবার বিশেষ ১০০ তম পর্বে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের শততম এপিসোড হবে। এর ঐতিহাসিক শততম পর্ব রবিবার সকাল ১১টায় প্রচার হবে। এই অনুষ্ঠানটিকে বিশেষ করে তুলতে ব্যাপক আয়োজনও করা হয়েছে। এই শততম পর্বটি জাতিসংঘের সদর দফতরেও শোনা যাবে। অন্যদিকে দেশের ১৩টি স্থানে প্রজেকশন ম্যাপিং এবং শব্দ ও আলোর মাধ্যমে এর গুরুত্ব দেখানো হবে। এই স্থানগুলির মধ্যে রয়েছে ঐতিহাসিক দুর্গ এবং স্মৃতিস্তম্ভ। এবার মাদ্রাসার ছেলেমেয়েদের মন কি বাত শোনানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও, মন কি বাতে প্রধানমন্ত্রী যে অনুপ্রেরণামূলক গল্পগুলি উল্লেখ করেছেন। এই সংক্রান্ত একটি বই প্রকাশ করা হবে। এছাড়া জাতীয় আধুনিক জাদুঘরে ১২ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে।

ঐতিহাসিক বিষয় নিয়ে বিল গেটস এই কথা বলেন

শততম এপিসোড নিয়ে দেশ-বিদেশ থেকে অভিনন্দনও আসছে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস লিখেছেন যে মন কি বাত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলির জন্য একটি অনুঘটক হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত এই যাত্রায় সাধারণ মানুষকে আশা দিয়েছে। তার অজান্তে সংগ্রামকে সম্মান জানিয়ে দেশে সামাজিক পরিবর্তনের সূচনা করেন। সেজন্যই আজকের শততম পর্বটি খুবই বিশেষ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.