Manchester United | Premier League: কাপ জয়ের রেশ কাটার আগেই লজ্জার হার ম্যাঞ্চেস্টারের, ৭ গোলের মালা পড়াল লিভারপুল

লিভারপুল (Liverpool) রবিবার তাদের প্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) ৭-০ গোলে পরাজিত করেছে। প্রিমিয়ার লিগের (Premier League) খেলায় রবিবার তাদের সমর্থকদের মনে রাখার জন্য একটি বিকেল উপহার দিয়েছে তারা। পাশাপাশি এই লিভারপুলের জয় চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ ১৬-র দ্বিতীয় লেগের খেলার আগে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) একটি সতর্কবার্তা দিয়েছে।

ম্যাচের ছয়টি গোল খেলার দ্বিতীয়ার্ধে এসেছিল। এরিক টেন হ্যাগের (Eric Ten Hag) দল কারাবাও কাপ (Carabao Cup) জয়ের মাত্র এক সপ্তাহ পরেই লিভারপুলের সামনে পুরোপুরি ভেঙে পড়ে।

কোডি গাকপো (Cody Gakpo), ডারউইন নুনেজ (Darwin Nunez) এবং মহম্মদ সালাহর (Mohamed Salah) দুটি করে গোল করেন। লিভারপুলের হয়ে রবার্তো ফিরমিনো (Roberto Firmino) বড় জয় সম্পূর্ণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.