আর্থিক অপরাধে অভিযুক্তদের ছাড় দেওয়া হচ্ছে বলে বারবার মোদী সরকারকে নিশানা করছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে মঙ্গলবার লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করলেন, সারা দেশে এখনও পর্যন্ত বিভিন্ন কেলেঙ্কারিতে অভিযুক্তদের ২২,২৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাঙ্কের কাছে ফেরানো হয়েছে। সেই তালিকায় বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোক্সী থেকে শুরু করে রোজ় ভ্যালি, এসআরএস-সহ অনেক নামই উল্লেখ করেছেন তিনি। বিভিন্ন মামলায় প্রত্যেক অভিযুক্তের কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই খতিয়ানও দিয়েছেন।
নির্মলা জানান, মূলত বড় অঙ্কের জালিয়াতির অভিযোগের ক্ষেত্রেই এই পদক্ষেপ করেছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ব্যাঙ্কের হাতে ফেরানো বাজেয়াপ্ত সম্পদের তথ্য তুলে ধরে বিরোধীদের উদ্দেশে অর্থমন্ত্রীর পাল্টা জবাব, সরকার কোনও ছাড় দেয়নি। বরং অভিযুক্তদের পিছনে ধাওয়া করছে। নিশ্চিত করছে, যাতে ব্যাঙ্কের টাকা ব্যাঙ্কেই ফেরত যায়।