1/15দেশের এক এক প্রান্তে এই উৎসবের এক এক নাম। দেখে নেওয়া যাক, কোথায় কী নামে ডাকা হয় একে।
2/15উত্তরপ্রদেশে এই উৎসবের নাম উত্তরায়ণ। ঘুঘুটি বা মকর সংক্রান্তি বলেও ডাকা হয় সেখানে।3/15অন্ধ্রপ্রদেশে এই উৎসবের নাম পেড্ডা পান্ডুগা। 4/15তেলেঙ্গানায় দিনটি পালন করা হয় সংক্রান্তি, মকর সংক্রান্তি বা উত্তরায়ন হিসাবে। মধ্যপ্রদেশেও তাই। তবে সেখানে কেউ কেউ দিনটিকে মকর সংক্রমণও বলেন।5/15ওড়িশায় এ দিনটির নাম মকর চাউলা বা মকর সংক্রান্তি। (ছবি: ইনস্টাগ্রাম, eOdisha.Org-এর সৌজন্য)6/15বিহারে অনেকে এই দিনটিকে তিল সংক্রান্তি হিসাবেও পালন করেন।7/15কেরলে এই উৎসবের নাম মকরভিলাক্কু বা মকর জ্যোতি। কর্ণাটকে সুগ্গি হাব্বা নামে ডাকা হয় একে। (ছবি: ইনস্টাগ্রাম, RC Ratheesh-এর সৌজন্যে)8/15তামিলনাড়ুতে একে পোঙ্গল বলা হয়। প্রতিবেশি দেশ শ্রীলঙ্কাতেও অনেকে পোঙ্গল পালন করেন। খুব ধুমধাম করে দিনটি পালন করা হয়। 9/15মহারাষ্ট্র এবং গোয়ায় একে ডাকা হয় হলদি কুমকুম নামে। অনেকে আবার মাঘি সংক্রান্তিও বলেন।10/15গুজরাটে এদিন ঘুড়িরও উৎসব। উত্তরায়ণ নামে ডাকা হয় দিনটিকে। হিমাচল প্রদেশে একে ডাকা হয় মাঘি সাজি নামে। রিয়ানায় এর নাম সক্রত। 11/15পঞ্জাবেও এর নাম মাঘি। এদিন লোরি উৎসব পালন করা হয় রাজ্যে। 12/15অসমে এই দিনটিতে পালন করা হয় মাঘ বিহু। ভোগালি বিহুও বলেন অনেকে। ত্রিপুরাই একে হাংরাই বলা হয়।13/15পশ্চিমবঙ্গে এই দিনটিকে পৌষ পার্বণ হিসাবে পালন করা হয়। পিঠেপুলি, পাটিসাপটা তৈরি হয় বাড়িতে বাড়িতে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও এ দিন পৌষ পার্বণ পালন করা হয়। (ছবি: ইনস্টাগ্রাম, Sparshi Banerjee-র সৌজন্যে)14/15সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও এই দিনটি পালন করা হয়। উজাভার থিরুনাল আর থাই পোঙ্গাল বলা হয় একে।15/15 যে প্রদেশে বা যে দেশেই পালন করা হোক না কেন, সর্বত্রই কারণ একই ধরনের। সূর্যের আরাধনা বা নতুন ফসলে ফলানোর দিনটি উদ্যাপন করা। এই কারণেই পালন করা হয় মকর সংক্রান্তি।