পুণ্য কি আদৌও মিলবে? অসুস্থ বৃদ্ধা মা-কে বাড়িতে তালাবন্ধ করে রেখে মহাকুম্ভে ছেলে! সঙ্গে স্ত্রী. সন্তান ও শ্বশুরবাড়ির লোকেরা। শেষে খিদের জ্বালায় যখন ওই বৃদ্ধা চিত্কার করতে শুরু করেন, তখন বিষয়টি টের পান প্রতিবেশীরা। পুলিস এসে ওই বৃদ্ধাকে উদ্ধার করে। ঘটবাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে।
পুলিস সূত্রে খবর, রাঁচির রামগড় এলাকার বাসিন্দা অখিলেশ কুমার। সুভাষনগর কলোনিতে সেন্ট্রাল কোল্ডফিল্ড লিমিটেডের আবাসনে স্ত্রী, সন্তান ও মা-কে নিয়ে থাকেন তিনি। মা সঞ্জুদেবীর বয়স ষাটের কোঠায়। অভিযোগ, বৃদ্ধা মাকে বাড়িতে রেখে স্ত্রী, সন্তান ও শ্বশুরবাড়ি লোকেদের সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন অখিলেশ। বাড়ির দরজায় তালা লাগানো ছিল।
সোমবার থেকে ছেলের কোয়ার্টারে তালাবন্ধ ছিলেন সঞ্জু। শুকনো ছিঁড়ে খেয়েই দিন কাটিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপর আর খিদের জ্বালা সহ্য করতে পারেননি! সাহায্য চেয়ে রীতিমতো চিত্কার-চেঁচামিচি শুরু করে দেন ওই বৃদ্ধা। আর তাতেই সম্বিত্ ফেরে প্রতিবেশীদের। কাছেই থাকেন ওই বৃদ্ধার মেয়ে। তাঁকে ফোন করে পাড়ার লোকেরা। এরপর ঘরের দরজা ভেঙে সঞ্জুকে উদ্ধার করে পুলিস। তিনি এখন হাসপাতালে ভর্তি।
এদিকে ছেলে অখিলেশ পুলিসকে জানিয়েছেন, তাঁর মা অসুস্থ। বাড়িতে তার জন্য পর্যাপ্ত খাবার ও জলের ব্যবস্থা করেই প্রয়াগরাজে গিয়েছিলেন। রামগড় থানার পুলিশ অফিসার কৃষ্ণ কুমার বলেন, ‘আমরা শিগগির ওই পরিবারটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করব’।